যেখানে নির্বাচন; সেখানেই তল্লাশি অভিযান চালানো হচ্ছ : সঞ্জয় রাউত


newsagartala24.com Images

Agartala, Oct 27, 2023, ওয়েব ডেস্ক থেকে


মুম্বই, ২৭ অক্টোবর : ইডি ও সিবিআই-এর অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুললেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউত। একইসঙ্গে তোপ দেগেছেন বিজেপির বিরুদ্ধে। তাঁর কথায়, যেখানে নির্বাচন; সেখানেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
ভোটমুখী কয়েকটি রাজ্যে সক্রিয়তা বেড়েছে ইডি-র, বৃহস্পতিবারই রাজস্থানে তল্লাশি অভিযান চালায় ইডি। এ বিষয়ে শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, এখন আদর্শ আচরণবিধি লাগু রয়েছে, এবং আপনার তল্লাশি অভিযান চালাচ্ছেন! এর অর্থ কী?… আমরা মহারাষ্ট্রের জন্য দশটি নাম দিয়েছিলাম। তাঁদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন না কেন? …বিজেপিকে যারা পরাজিত করতে পারে তাদের ওপর এবং যেখানে নির্বাচন হচ্ছে সেখানে অভিযান চালানো হচ্ছে।”