রাখাল শিল্ডে ফরোয়ার্ডকে হারিয়ে ফাইনালে রামকৃষ্ণ।


newsagartala24.com Images

আগরতলা, Aug 18, 2023, ওয়েব ডেস্ক থেকে


রাখাল শিল্ডে ফরোয়ার্ডকে হারিয়ে ফাইনালে রামকৃষ্ণ।                                                                                                                                আসরের হট ফেভারিট ফরোয়ার্ড ক্লাবকে হারিয়ে ফাইনাল রামকৃষ্ণ ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-‌১ গোলে ফরোয়ার্ডকে হারিয়ে ফাইনালে উঠে কৌশিক বাহিনী। ম্যাচের শুরু থেকেই দু-‌দল রক্ষণভাগ সামলে আক্রমণের পরিকল্পনা করে। ফলে প্রথমার্ধে বেশীরভাগ সময়ই মাঝমাঠে খেলা সীমাবদ্ধ ছিলো। ওই অর্ধে কোনও দলই গোল করতে পারেনি। উভয় দলই গোলশূণ্য অবস্থায় বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে উভয় দল। ওই অর্ধের ১২ মিনিটে নিংহাউ জামোলেন সিং-‌এর গোলে এগিয়ে যায় রামকৃষ্ণ ক্লাব। এরপর ম্যাচে ফেরায় লড়াই শুরু করে সুভাষ বসু-‌র ফরোয়ার্ড ক্লাব। খেলা যখন ইঞ্জুরী টাইমে গড়ায় তখনই ফরোয়ার্ড ক্লাবের আক্রমণভাগের ফুটবলার খানগাম হোরাম হেডে বিশ্বমানের গোল করে ম্যাচে সমতা নিয়ে আসেন। গোলের আনন্দ বেশীক্ষণ স্থায়ী হয়নি ফরোয়ার্ডের। ২ মিনিট বাদেই বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের দুরন্ত শটে লাইলরাম রোশন সিং গোল করে রামকৃষ্ণের হয়ে ব্যবধান বাড়ান ২-‌১। শেষ পর্যন্ত ব্যবধান অপরিবর্তিত রেখে জয় তুলে নিয়ে ফাইনালে উঠে রামকৃষ্ণ ক্লাব। রবিবার উমাকান্ত মিনি স্টেডিযামে শিল্ডের ফাইনালে কৌশিক বাহিনী মুখোমুখি হবে এগিয়ে চলো সঙ্ঘের। এদিন ম্যাচে কিন্তু রামকৃষ্ণ ক্লাবের ফুটবলাররা অনবদ্য ফুটবল খেলে। মাঝমাঠের ফুটবলার রোশন, গোবিন্দ রাজ এবং কুচাং জমাতিয়া‌-‌রা ফরোয়ার্ডের ফুটবলারদের কার্যত বন্দী করে রাখেন।যার ফলে ম্যাচে থেকে জয় তুলে নেয় রামকৃষ্ণ। কার্যত গোল মিস করার খেসারত দিতে হলো ফরোয়ার্ড ক্লাবকে। একের পর এক বিপক্ষের ফুটবলারদের নেওয়া শটগুলো তিন কাঠির নীচে অপ্রতিরোধ্যভাবে আটকে দেন রামকৃষ্ণ ক্লাবের গোলরক্ষক সুরজ জমাতিয়া। খেলা পরিচালনা করেন আব্দুল মাজিদ চৌধুরি।

খেলা শেষে রামকৃষ্ণ কোচ কৌশিক রায় বলেন,"জয়ের পুরো কৃতিত্ব সুরজের। যেভাবে ঝাপিয়ে ৩ টি অবধারিত গোল সেভ করেছে এতেই দলীয় ফুটবলারদের মনোবল বেড়ে গেছে। আর তাতেই এসেছে জয়"। হতাশ কোচ সুভাষ বসু পরাজয়ের জন্য দলের দুই‌‌‌ নির্ভরযোগ্য মাঝমাঠের ফুটবলার জ্বরের জন্য খেলতে না পারাকে দায়ী করলেন। তবে তিনি বিশ্বাস করেন লিগে দলীয় ফুটবলাররা অনেক ভালো  খেলা উপহার দেবে।