রাখাল শীল্ড (পড়ুন ট্রফি) জয়ী এগিয়ে চলো সংঘ


newsagartala24.com Images

আগরতলা, Aug 29, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


জয় দিয়ে লীগ অভিযান শুরু করলো জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে একটা স্বপ্ন ছিল। কিন্তু স্বপ্নটা অধরা রয়ে গেল ত্রিবেণীর। প্রথমত ঐতিহ্যবাহী রাখাল শীল্ড (পড়ুন ট্রফি) জয়ী এগিয়ে চলো সংঘ কে হারানো, দ্বিতীয়ত টানা তিন ম্যাচে জয়ের সুবাদে হ্যাটট্রিক এর আনন্দ। মাঠে কার্যত স্বপ্নগুলো অধরা রয়ে গেল ত্রিবেণী সংঘের। প্রথম ডিভিশনে খেলার সুযোগ পাওয়া শহর দক্ষিণের একমাত্র ক্লাব বলে কথা। তবে স্বপ্ন অধরা হলেও আগামী ম্যাচে অবশ্যই ভালো খেলে জয়ের মানসিকতা রয়েছে প্রত্যেক খেলোয়াড়ের মধ্যেই। পক্ষান্তরে, মালসামের জোড়া গোলে দুর্দান্ত জয় দিয়ে লীগ সূচনা করেছে রাখাল শীল্ড টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি জয়ী এগিয়ে চলো সংঘ। খেলোয়ারদের শারীরিক ভাষা দেখে এই জয় প্রত্যাশিত বলে মনে হলেও কার্যত মাঝ মাঠে আরও একটু পরিকাঠামোগত উন্নতি প্রয়োজন বলে বিশেষজ্ঞদের মতামত।

ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের সপ্তম ম্যাচে আজ, মঙ্গলবার ৩-০ গোলের ব্যবধানে ত্রিবেনী সংঘ কে পরাজিত করে দারুন শুরু করেছে এগিয়ে চলো। প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল। খেলার ২৭ মিনিটের মাথায় মালসাম দোয়াঙ্গার প্রথম গোল এবং দ্বিতীয়ার্ধ শুরুতেই মালসামের দ্বিতীয় গোল। দল ২-০তে এগিয়ে থেকে কিছুটা রক্ষণাত্মক খেলার উদ্যোগ নেয়।

তবে খেলার ৮২ মিনিটের মাথায় এম জয়ানন্দ সিং এর একটি গোল দলকে ৩-০ তে এগিয়ে দেয়। ত্রিবেণী সংঘের খেলোয়াররা একাধিকবার আক্রমণ রচনা করলেও কার্যত তিন কাঠিতে বল জড়ানোর কাজটি কেউ করে উঠতে পারেনি। শেষ পর্যন্ত তিন গোলে জয়ী হয়ে এগিয়ে চলো সংঘ পুরো তিন পয়েন্ট অর্জন করে নেয়। প্রথমার্ধের শেষ দিকে বিজয়ী এগিয়ে চলো সংঘের নাইসা জমাতিয়া খেলায় অসদাচরণের দায়ে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেব রায়, বিশ্বজিৎ দাস, আদিত্য দেববর্মা ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: লাল বাহাদুর ব্যয়ামাগার ও বীরেন্দ্র ক্লাব, বিকেল সাড়ে তিনটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে