রাজস্থানে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী শচীন পাইলট, বললেন মানুষের আবেগ কংগ্রেসের পাশে


newsagartala24.com Images

Agartala, Nov 25, 2023, ওয়েব ডেস্ক থেকে


জয়পুর, ২৫ নভেম্বর : রাজস্থানে কংগ্রেসের জয়ের বিষয়ে প্রবল আত্মবিশ্বাসী কংগ্রেস নেতা শচীন পাইলট। শনিবার ভোটের সকালে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, জনগণের ভাবাবেগ কংগ্রেসের সঙ্গে রয়েছে। টঙ্ক বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাইলট। এদিন সকালে ভোট দেওয়ার আগে জয়পুরের বালাজি মন্দিরে পূজার্চনা করেছেন পাইলট। তারপর জয়পুরের সিভিল লাইন এলাকায় একটি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।

জয়পুরে ভোট দেওয়ার পর কংগ্রেস নেতা শচীন পাইলট বলেছেন, “আমি আশা করি মানুষ নিজেদের ভোটের অধিকার ব্যবহার করবেন। আমি আশা করছি, আগামী ৫ বছরে রাজ্যের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি দেখে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবেন। আমি মনে করি কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার সরকার গঠন করবে। জনগণ পরম্পরা বদলাতে চায় (বিকল্পভাবে সরকার বদলাতে)। জনগণের আবেগ কংগ্রেসের সঙ্গে রয়েছে।”