রাজ্য কুরাশ সংস্থার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত এন এস আর সিসিতে।
আগরতলা, Sep 22, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
রাজ্য কুরাশ সংস্থার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত এন এস আর সিসিতে।।।।।। ত্রিপুরা স্টেট কুরাস অ্যাসোসিয়েশনের সভাপতি হওয়ার পর মাতাবাড়ি বিধায়ক তথা ত্রিপুরা কুরাস এসোসিয়েশনের নবনিযুক্ত সভাপতি অভিষেক দেববরায়ের উপস্থিতিতে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার।
,আগামী দিনে কিভাবে কুরাস খেলাকে জনপ্রিয় খেলা হিসেবে তুলে ধরা যায় এবং ডেভেলপমেন্ট করা যায় এই নিয়ে আলোচনা হয়। মিটিং এ উপস্থিত ছিলেন ত্রিপুরার কুরাস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি দীপায়ন চৌধুরী, রত্না দেবনাথ, সঞ্জয় ভৌমিক, সাধারণ সম্পাদক রাহুল ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা কুরাশ এসোসিয়েশনের সভাপতি দেবজয় মজুমদার, সহ এই কমিটির অন্যান্য পদাধিকারীরা। তৎসঙ্গে এদিন এন এস আরসিসির জুডো হলে ক্যাডেট ও জুনিয়র কুরাস ন্যাশনাল ত্রিপুরা টিমের সিলেকশন ট্রায়াল হয়। এই সিলেকশন ট্রায়ালে রাজ্যের ৬টি জেলা থেকে ৭২ জন খেলোয়াড় (ছেলে/মেয়ে) ও ৯ জন কোচ অংশগ্রহণ করে। এবং ২২ জনের ত্রিপুরা টিম গঠন করা হয়। যা আগামী ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর হিমাচল প্রদেশের, নুরপুর, বিদ্যাপতি ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হবে ক্যাডেট ও জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ