রাজ্য ক্রিকেটে সাব্রুমকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেলো অমরপুর


newsagartala24.com Images

আগরতলা, Apr 19, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


 তৃতীয় ম্যাচের মাথায় প্রথম জয়ের স্বাদ পেয়েছে অমরপুর মহকুমা দল। প্রথম ম্যাচে পরাজয়, দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অমরপুর দলের খেলোয়াররা হতাশ হলেও আজ, শনিবার জয়ের পর কিছুটা স্বস্তি ফিরে এসেছে। খেলা টিসিএ আয়োজিত অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের। সাব্রুমের ব্রজেন্দ্রনগর স্কুল গ্রাউন্ডে খেলা শুরুতে প্রতিকূল পরিস্থিতির জন্য অনেকটা দেরি হয়েছে বলে ওভার সংখ্যা কমিয়ে ২০ ওভার করা হয়। টস জিতে সাব্রুম প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ১৮.১ ওভার খেলে সাব্রুম ৭৮ রানে ইনিংস  শেষ করে নেয়। জবাবে অমরপুর ৬ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ‌ বিজয়ী দলের আয়ুষ দেবনাথ সাত রানে চারটি উইকেট তুলে নিয়ে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে দলের জয় সহজ করার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। ব্যাটিংয়ে অমরপুরের সায়ন দাসের ২২ রান, শায়ন্ত ঘোষের ১৭ রান, সাব্রুমের দেবাংক দে-র ১৬ রান উল্লেখযোগ্য। বোলিংয়ে অমরপুরের দীপঙ্কর সাহা এবং সাব্রুমের ঈশান মজুমদার তিনটি করে উইকেট পেয়েছিল