রাজ্য যোগায় সেরা দেবার্পন এবং ধৃতি।।


newsagartala24.com Images

আগরতলা, Nov 19, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


খেলাধুলার প্রসার এবং প্রচারে গুরুত্ব দিয়ে কাজ করছে রাজ্য সরকার। তাই সরকারের সাথে যোগাযোগ রেখে সমস্ত ক্রীড়া সংগঠনগুলোকে আরো গুরুত্ব দিয়ে কাজ করবার পরামর্শ দিলেন ক্রীড়া মন্ত্রী। রবিবার রাতে প্রাচ্য ভারতে স্কুলে ৪২ তম রাজ্যভিত্তিক যোগ আসন প্রতিযোগিতায় উপস্থিত হয়ে এই আহ্বান জানান তিনি। সারাদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে রবিবার রাত দশটায়। 
আগামী ২৮ ডিসেম্বর থেকে ঝাড়খণ্ডের ধানবাদে শুরু হবে ৪৩  তম জাতীয় যোগাসন প্রতিযোগিতা। আসরকে সামনে রেখে রাজ্য দল গঠনের জন্য অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী ৪২ তম রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতা। ত্রিপুরা যোগাসন অ্যাসোসিয়েশনের উদ্যোগে , পশ্চিম জেলা যোগাসন এসোসিয়েশনের সহযোগিতায় এবং শ্যামসুন্দর কোং জুয়েলার্স ও এগিয়ে চলো সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হলো এই আসর। প্রাচ্যভারতী স্কুলে রবিবার সারাদিনব্যাপী বয়স ভিত্তিক আসরের পর রাতে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৮ জেলার ২৭৫ জন প্রতিযোগী এবং প্রতিযোগিনীকে নিয়ে অনুষ্ঠিত হয় আসর। আসরের সেরা ইভেন্ট যোগ ভাস্কর এবং যোগ রত্না বিভাগে রোমাঞ্চকর লড়াই হয়। যদিও শেষ পর্যন্ত মেয়েদের বিভাগে যোগ রত্না খেতাব দখল করে পশ্চিম জেলার ধৃতি দেবনাথ। অন্যদিকে ছেলেদের যোগ ভাস্কর খেতাব দখল করে পশ্চিম জেলার দেবার্পন কুন্ডু। আসরে সার্বিকভাবে চ্যাম্পিয়ন পশ্চিম জেলা এবং রানার্স গোমতী জেলা। তাছাড়া এবারের এই আসরকে সামনে রেখে অনুষ্ঠিত বর্ণাঢ্য রেলিতে সেরা নির্বাচিত হয়েছে দক্ষিণ জেলা।
সমাপ্তি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী বলেন যোগ চর্চা নিয়ে যারা কাজ করছেন তাদের আরো গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। কারণ রাজ্য সরকারের মূল লক্ষ্য স্বাস্থ্য শিক্ষা ও সংস্কৃতির সার্বিক উন্নয়নের। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গোড়ার জন্য যে উদ্দেশ্য নিয়ে রাজ্য সরকার কাজ করছে তাতে আরো গতি আনার আহ্বান জানান তিনি।