রাজ্যবাসীর স্বপ্নের আন্তর্জাতিক স্টেডিয়াম আদতে হবে তো! প্রশ্ন উঠছে এই নিয়ে অবিরাম।।


newsagartala24.com Images

আগরতলা, Nov 19, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


বিগত কয়েকবছর ধরেই রাজ্যবাসী কেবল দেখেই চলেছেন স্টেডিয়ামের কাজ হচ্ছে। বছর পেরিয়ে বছর, কাজ কেবল হচ্ছেই। স্টেডিয়াম তো আর কোনো ভাবেই সম্ভব হচ্ছে না পরিপূর্ণ ভাবে রূপ নিতে। টিসিএ সূত্রের খবর, বর্তমান কমিটির সঙ্গে নাকি স্টেডিয়াম তৈরির কোম্পানির বাক বিতণ্ডা চলছে। এই বিতন্ডার জের নাকি কোর্ট পর্যন্ত গড়িয়েছে। যেখানে ক্রিকেট নিয়ে চর্চা করা দরকার সেখানে এই আন্তৰ্জাতিক মানের স্টেডিয়াম আদতেই তৈরি হবে কিনা তা হয়তো এখন আসরে গল্প। টি আই টি এই স্টেডিয়াম নির্মাণের বরাত পায় রামকৃপাল সিং নামক বহিরাজ্যের এক কোম্পানি। পেয়ে তারা যথারীতি কাজ ও শুরু করে। বর্তমান কমিটির পূর্বে যারাই টি সিএর দায়িত্বে ছিলেন বিশেষ করে সচিব তাপস ঘোষ ও ক্যাশিয়ার জয়লালরা একটা সময় এই স্টেডিয়ামকে কত দ্রুত তৈরি করা যায় সেই বিষয়ে বেশ কিছু পদক্ষেপ ও নিয়েছিলেন। তবে তাদের নেয়া পদক্ষেপ গুলো খুব একটা ভালো চোখে নেয় নি বর্তমান কমিটির কর্মকর্তারা। নতুন এই কমিটি গঠন করতে টিসিএতে যে কত ধরনের ড্রামা হয়েছে তা কিন্তু খুব ভালো করেই জানেন রাজ্যবাসী। টিসিএর চেয়ার দখলের জন্য বন্দুকের আস্ফালন ও দেখেছে রাজ্যের ক্রিকেট প্রেমীরা। কিন্তু খুবই সন্তর্পনে তাপস,জয়নালকে সরিয়ে দেয় এই নতুন কমিটি। প্রাপ্ত খবর এরকম যে, বর্তমানে টিসিএর যিনি সভাপতি তিনি বিগত দিনে ও টিসিএর সভাপতির পদেই ছিলেন।অভিযোগ এরকম, তাপস ব্রিগেডকে কিভাবে টিসিএ থেকে বের করা যায়,তার নাকি মাস্টার মাইন্ড ও ছিলেন এই সাইকেল বাবু। দেখতে খুবই স্বজন এই সাইকেল বাবু।তবে মস্তিকে ওনার নাকি রয়েছে তুখোড় ব্রেন। তাপস,জয়নাল ব্রিগেডের উপর লাগানো হলো ফ্লাডলাইট কেলেঙ্কারির অভিযোগ। করা হলো মামলা ও। পাল্টা মামলা করলেন তাপস বাবুরা ও। এখনো কিন্তু  আদালতে বিচারাধীন এই মামলা।তাই হলফ করে কিন্তু কেউই বুক ঠুকে বলতে পারছেন না তাপস ব্রিগেড জড়িত রয়েছেন এই ফ্লাডলাইট কেলেঙ্কারির সাথে। নাটক তো চললো বিগত দিনে অনেক।বর্তমানে ও টিসিএর অভ্যন্তরে চলছে এমন বহু নাটক। আখেরে কিন্তু আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রইলো সেই ঝুলেই। প্রাপ্ত খবর এরকম যে, এই বিষয়টি নিয়ে কয়েকদিন পূর্বে সাইকেল বাবু অর্থাৎ টিসিএর সভাপতি দিল্লি গিয়েছিলেন। দিল্লি,হিল্লি ঘুরে ও কিন্তু এখন পর্যন্ত এর কোনো সুরাহা হলো না। এদিকে হাফ ডান স্টেডিয়ামেই বর্তমান কমিটি সুপার ডিভিশনের ম্যাচ করে নেয়। ক্রিকেট প্রেমীদের প্রশ্ন হলো, হাফ ডান মাঠে কিভাবে টিসিএর বর্তমান কমিটি করলেন সুপার ডিভিশনের ম্যাচ। তাহলে তো আরেকটা বিষয় সামনে চলে এলো, ম্যাচ হলে তো গ্রাউন্ড প্ৰস্তুত।তাহলে নির্মাণ কারী সংস্থা এখন কেন হাত গুটিয়ে বসে রয়েছে। এর পেছনে সেই অর্থের হামাগুড়ি খেলা রয়েছে নিশ্চয়ই বলে মনে করছে রাজ্যের ক্রিকেট মহল।