রাজ্যে ফিরেই উষ্ণ সংবর্ধনা পেয়ে আপ্লুত আর্শিয়া


newsagartala24.com Images

আগরতলা, Jul 23, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


রাজ্যে ফিরলো সোনার মেয়ে আর্শিয়া দাস। সোনার পদক গলায় ঝুলিয়ে। মঙ্গলবার দুপুরে। শ্রীলংকা থেকে ব্যাঙ্গালুরু হয়ে রাজ্যে আসে এদিন দুপুরে। আগরতলা বিমানবন্দরের ওয়েস্টাষ্টার্ণ এশিয়ান দাবার নজির গোড়া আর্শিয়াকে জানানো হয় উষ্ণ সংবর্ধনা। রাজ্য দাবা সংস্থার পক্ষ থেকে পান্না আহমেদ এবং বর্ষীয়ান মহিলা দাবাড়ু শিখা দাশগুপ্ত উপস্থিত ছিলেন বিমানবন্দরে। পুষ্প স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় পূর্বত্তরের একমাত্র বালিকা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ুটিকে। এছাড়া আর্শিয়ার স্কুল হোলিক্রস থেকে থেকেও সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন বিমানবন্দরের। তাদের সঙ্গে ছিল আরর্শিয়ার সাফল্যের বিভিন্ন ছবি নিয়ে গড়া ফ্লেক্স। এছাড়া আগরতলা বিমান বন্দরে সোনার মেয়ের জন্য উপস্থিত ছিলেন ওর বাবা পূর্ণেন্দু দাস এবং আর্শিয়ার দাদু এবং দিদা। প্রসঙ্গত:‌ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দেবার প্রতিযোগিতায় ব্লিটজ দাবায় রৌপ্য পদক জয় লাভের পর ক্লাসিক্যাল বিভাগের দলগত স্বর্ণপদক লাভ করে আর্শিয়া। শেষে ওয়েস্টার্ন এশিয়ান জুনিয়র দাবায় ক্লাসিক্যাল বিভাগে পঞ্চম স্থান দখল করে রাজ্যের গর্ব ওই বালিকা দাবাড়ুটি। দুরন্ত পারফরম্যান্স করলেও তেমন খুশি নয় পূর্ণেন্দু এবং অর্ণিষা দাস এর একমাত্র মেয়েটি। কোন রাগঢাক না রেখেই আর্শিয়া বলে.‌"‌ আরেকটু ভালো ফলাফলের আশা ছিল। তবে এবারের পারফরম্যান্স আগামীদিনে আরও ভালো খেলতে আমাকে সাহায্য করবে। যে স্বপ্ন নিয়ে এগোচ্ছে চেষ্টা করব তা পূরণ করতে"‌। প্রসঙ্গত আর্শিয়ার স্বপ্ন গ্র্যান্ড মাস্টার দাবাড়ু হওয়া।