রানার্স ট্রফির আশা জিইয়ে রাখতে আজ মরিয়া রামকৃষ্ণ ও লাল বাহাদুর


newsagartala24.com Images

আগরতলা, Oct 09, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023



 রানার্সআপ ট্রফি ঘরে তোলার হাতছানি। এবারের মত চ্যাম্পিয়ন খেতাব অধরা দুই দল, রামকৃষ্ণ ক্লাব ও লাল বাহাদুর ব্যায়ামাগারের। তবে চন্দ্র মেমোরিয়াল ফুটবলে রানার্স খেতাবের আশা আপাতত জিইয়ে রয়েছে দুদলের সামনেই।

আগামীকাল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল সুপার লিগের পঞ্চম ম্যাচ তথা তৃতীয় রাউন্ডের প্রথম খেলা। রামকৃষ্ণ ক্লাব ও লাল বাহাদুরের মধ্যে যে দল জয়ী হবে তিন/চার বা ততোধিক গোল ব্যবধানে। তবেঊ রানার্স খেতাবের দাবিদার হতে পারবে। অবশ্যই কিন্তু থাকবে একটা, যে পরদিন অর্থাৎ ১১ অক্টোবর বুধবারে সুপার লীগের অন্তিম খেলায় ফরোয়ার্ড ক্লাব ও এগিয়ে চলো সংঘের মধ্যে ম্যাচটি জয় পরাজয়ের মধ্য দিয়ে ফয়সালা হতে হবে। ওই ম্যাচ ড্র-তে নিষ্পত্তি হলে কিন্তু চ্যাম্পিয়ন খেতাবের মতো রানার্স খেতাবও অধরা থেকে যাবে

রামকৃষ্ণ, লালবাহাদুরের কাছে। প্রথম রাউন্ডের খেলায় ড্র এবং দ্বিতীয় রাউন্ডের খেলায় প্রতিপক্ষের কাছে পরাজয় লাল বাহাদুর ব্যায়ামাগার ও রামকৃষ্ণ ক্লাবকে আজ এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। এখন তাকিয়ে আগামীকাল মরশুমে নিজেদের শেষ ম্যাচের ফলাফলের দিকে