রামকৃষ্ণ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়নের লক্ষ্যে এগিয়ে লালবাহাদুর ব্যায়ামাগার
আগরতলা, Sep 29, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
রামকৃষ্ণ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়নের
লক্ষ্যে এগিয়ে লালবাহাদুর ব্যায়ামাগার ।।।।
লাল বাহাদুর এগিয়ে। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয়ের নিছক অর্থই হলো চ্যাম্পিয়নের দৌড়ে এক কদম এগিয়ে যাওয়া। এছাড়া, উদ্বোধনী দিনে দুটি ম্যাচের প্রথমটি এক-এক গোলে ড্র তে নিষ্পত্তি হওয়ার স্বাভাবিক কারণে এটি একটি বোনাস পয়েন্ট। সুপার ফোর-এর প্রথম দিনে লাল বাহাদুর নিজেদের প্রথম খেলায় রামকৃষ্ণ ক্লাব কে ৪-৩ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে। আরও খবর মাঠে কিন্তু কার্ডেরও ছড়াছড়ি পরিলক্ষিত হয়েছে। যেমন হলুদ কার্ড, তেমনি লাল কার্ড। যদিও খেলার অন্তিম সময়ে দুই দলের দু-জনকে রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করতে বাধ্য হন। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ফুটবল আসরের সুপার লিগের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে লাল বাহাদুর ব্যায়ামাগার ও রামকৃষ্ণ ক্লাব পরস্পরের মুখোমুখি হয়েছিল। খেলার প্রথমার্ধে ৭ ও ৪০ মিনিটের মাথায় সমরজিত সিং ও ওয়াহেন মেথির গোলে রামকৃষ্ণ ক্লাব ২-০ তে লিড নিলেও শেষ পর্যন্ত এগিয়ে থাকার মর্যাদা ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় ভানলাল মুয়ানা একটি গোল শোধ করলে রামকৃষ্ণ ক্লাব যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। ঠিক নয় মিনিট বাদে গোবিন্দ সিং রামকৃষ্ণ ক্লাবের হয়ে আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে৩-১ হয়। তবে ৬ মিনিট বাদে লাল বাহাদুরের লাল জোয়ালা আরও একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে। পরবর্তী সময়ে লাল বাহাদুরের আক্রমণের ধার ক্রমশঃ বাড়তে থাকে। শেষ পর্যন্ত রিচার্ড দারুন খেলে ৭৭ মিনিটের মাথায় একটি গোল করলে ম্যাচ তিন-তিনে সমতায় ফিরে আসে। এবার চলে জয় সূচক গোলের সন্ধানে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলা। খেলার ৮৩ মিনিটের মাথায় রিচার্ডের দ্বিতীয় গোল লাল বাহাদুরকে ৪-৩ গোলে এগিয়ে দেওয়ার পাশাপাশি সংকেত দেয় এই এগিয়ে থাকাটাকে ধরে রেখে জয়ের হাসি হেসে মাঠ ছাড়ার কথা। শেষ পর্যন্ত তাই হয়। লাল বাহাদুর ব্যায়ামাগার প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত চার তিন গোলে দুর্দান্ত জয় ছিনিয়ে চ্যাম্পিয়নের লক্ষ্যে নিজেদের অবস্থান শীর্ষস্থানে তুলে আনে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি রক্তিম সাহা, আদিত্য দেববর্মা, নিজাম তামুলারি
তাপস দেবনাথ।