রূপক দেব রায়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমছে


newsagartala24.com Images

আগরতলা, Dec 04, 2023, ওয়েব ডেস্ক থেকে


রাজ্যের ক্রীড়া প্রশাসক রূপক দেব রায়ের বিরুদ্ধে আর যত অভিযোগের পাহাড় জমছে। একাধিক অ্যাসোসিয়েশন উনার দায়িত্বে থাকলেও কিন্তু পরিচালনার ক্ষেত্রে একের পর এক নজিরবিহীন দুর্নীতির অভিযোগ। বিশেষ করে রাজ্যের প্রতিভাবান খেলোয়ারদের বঞ্চিত রাখার অভিযোগ বৃদ্ধি পেয়েছে। এই বিষয়গুলো নিয়ে ত্রিপুরা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার আগরতলা প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স এর আয়োজন করা হয়। বিস্তারিত জানাতে গিয়ে ত্রিপুরা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস জানান, ক্রীড়া জগতে ত্রিপুরার বাস্কেটবল সংস্থা দীর্ঘদিন ধরে রাজ্যের ক্রিয়াকজগতের স্বার্থে খেলোয়ারদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। তবে দূরভাগ্যবশত ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন সংস্হার রূপক দেবরায় প্রতিনিয়ত রাজ্যের খেলোয়ারদের নাম করে বহিরাজ্জের খেলোয়াড়দের দিয়ে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক খেলার সুযোগ করে দিচ্ছে। ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে জাতীয় স্তরে সিনিয়র ন্যাশনানাল বাস্কেটবল টুর্নামেন্ট হচ্ছে। আর সেখানে ত্রিপুরার নাম করে একটি টিম খেলা অংশগ্রহণ করে ।

তবে দেখা যাচ্ছে সে খেলোয়াড় টিমের একজন খেলোয়াড়ও আমাদের রাজ্যের নয়। টিমের প্রত্যেকটি খেলোয়াড় বহিরাজ্যের বলে অভিযোগ করেন তিনি। রাজ্যের খেলোয়াড়দের বঞ্চিত করে বহিরাজ্যের খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার জন্য গত রবিবার পূর্ব থানায় একটি   FIR করেন তারা। আর সেখানে জাতীয় স্তরে খেলায় অংশগ্রহণ করা প্রত্যেকটি খেলোয়াড়দের নামও নথিভুক্ত রয়েছে। সর্বশেষ তিনি জানান রাজ্যের প্রত্যেকটি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সংস্থার সঙ্গে কথা বলে জানতে পারেন কোন সংস্থা থেকে জাতীয় স্তরে কোন খেলোয়াড় পাঠানো হয়নি। তারমানে বোঝাই যাচ্ছে সব খেলোয়াড় বহিঃ রাজ্য থেকে পাঠানো হয়েছে। সাংবাদিকের সামনে কঠোর শাস্তির দাবি রাখেন তিনি।