রেফারি, বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল লালবাহাদুরের কর্মকর্তারা
আগরতলা, Sep 04, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023
রেফারি, লাইন্সম্যানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন লালবাহাদুরের কর্মকর্তারা।
ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি ও লাইন্সম্যানের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন লাল বাহাদুর ব্যয়ামাগারের কর্মকর্তারা। আজ, সোমবার বিকেলে ক্লাব গৃহে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মূলতঃ গত রবিবারে লাল বাহাদুর ব্যায়ামাগার বনাম এগিয়ে চলো সংঘের হাইভোল্টেজ ম্যাচ ঘিরে রেফারিদের ভূমিকা পুরোপুরি একতরফা ছিল বলে তাঁরা টিএফএ-র কাছে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। পরবর্তী সময়ে রেফারিদের দ্বারা এ ধরনের কার্যকলাপ অব্যাহত থাকলে লাল বাহাদুর ব্যয়ামাগার টুর্নামেন্টে খেলার ব্যাপারে
বিপরীত চিন্তা করতে বাধ্য হবেন বলে জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত রেফারি এমনকি রেফারী অ্যাসোসিয়েশনের খোদ সম্পাদকও রেফারি ডিটেন্ড করার মধ্য দিয়ে জড়িত বলে তারা সন্দেহ প্রকাশ করেছেন। মাঠে উপস্থিত দর্শকদের অভিমত এবং পত্র-পত্রিকায় প্রকাশিত নিউজে ন্যায্য পেনাল্টি থেকে লাল বাহাদুর ব্যয়ামাগার বঞ্চিত হয়েছে বলে এর যথোপযুক্ত বিচার চাইছেন লাল বাহাদুরের কর্মকর্তারা। এই বিষয়টা যেমন অনভিপ্রেত তেমনি ম্যাচের শেষ বাঁশি বাজার পর মাঠে সংঘটিত ঘটনা, বিশেষ করে লাইনম্যান কর্তৃক টিম ম্যানেজারকে আঘাত করার বিষয়টাও অপ্রত্যাশিত। এ বিষয়ে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন এর সিদ্ধান্ত প্রতিটি ক্লাবের মতো লাল বাহাদুর ব্যায়ামাগারও মেনে নেবে বলে জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে লাল বাহাদুর ব্যামাগারের কোচসুজিত ঘোষও উপস্থিত ছিলেন।