রেল-জালে কাশ্মীরও, ‘বিশ্বের অষ্টম আশ্চর্য’র উপর দিয়ে দৌড়ল প্রথম ট্রেন
Agartala, Jun 16, 2024, ওয়েব ডেস্ক থেকে
শ্রীনগর: দিন সাতেক আগেই, জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলা। আর রবিবার (১৬ জুন), সেই রিয়াসিতেই তৈরি হল ইতিহাস। প্রথমবারের মতো চেনাব নদীর উপর নির্মিত, বিশ্বের সর্বোচ্চ রেলসেতু হয়ে সাঙ্গলদান থেকে রিয়াসি পর্যন্ত এল ট্রেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঐতিহাসিক রেলযাত্রার একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। অবশ্য, এটা কোনও নিয়মিত যাত্রা ছিল না। অর্থাৎ, পরিষেবা এখনও চালু হয়নি। এদিন, চেনাব রেল সেতুর উপর দিয়ে পরীক্ষামূলকভাবে চালানো হয় ট্রেনটি। রেলমন্ত্রী আরও জানিয়েছেন, উধমপুর-শ্রীনগর-বরামুলা রেল সংযোগের সমস্ত নির্মাণ কাজ প্রায় শেষ। শুধুমাত্র ১ নম্বর সুড়ঙ্গেরকাজ আংশিকভাবে অসম্পূর্ণ রয়েছে।
এখনও পর্যন্ত, কাশ্মীর উপত্যকার বারামুলা থেকে সাঙ্গলদান পর্যন্ত ট্রেন চলে। এই লাইনকে চেনাব বেলসেতু তৈরি করে রিয়াসি পর্যন্ত বাড়ানো হয়েছে। আগেই উত্তর রেলওয়ে জানিয়েছিল, বিশ্বের সর্বোচ্চ রেলসেতু হয়ে রামবান থেকে রিয়াসি পর্যন্ত ট্রেন পরিষেবা শীঘ্রই শুরু হবে। এদিনের পরীক্ষা সফল হওয়ায়, সেই দিন আসতে খুব বেশি দেরি হবে না বলেই মনে কর হচ্ছে। সম্প্রতি, রেলের আধিকারিকরা রামবান জেলার সাঙ্গলদান এবং রিয়াসির মধ্যে নবনির্মিত এই রেললাইন এবং স্টেশনগুলির একটি বিস্তৃত পরিদর্শন করেছেন। উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ প্রকল্পটির কাজ, চলতি বছরের শেষেই শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২৪-এর ২০ ফেব্রুয়ারিই, ৪৮.১ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।