লাল বাহাদুরকে হারিয়ে ফরোয়ার্ডের মনোবল তুঙ্গে
আগরতলা, Sep 28, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023
লাল বাহাদুরকে হারিয়ে ফরোয়ার্ডের
মনোবল তুঙ্গে, লীগের শেষ ম্যাচ আজ জয় দিয়ে লীগ অভিযান সম্পন্ন ফরওয়ার্ড ক্লাবের। শুধু তাই নয়, অপরাজেয় ধারা অক্ষুন্ন রেখেই লীগ অভিযান শেষ করে, মনোবল উঁচুতে রেখে সুপার লিগের প্রস্তুতি নিতে যাচ্ছে ফরোয়ার্ড ক্লাব। ভাইটাল ম্যাচে রোনাল্ড সিংহের দুর্দান্ত হ্যাটট্রিক সুপার লিগে সাফল্যের বার্তা দিয়েছে বলা যেতেই পারে। রাখাল স্মৃতি ঐতিহ্যবাহী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে না পারা ফরওয়ার্ডকে এখনও তাড়িয়ে বেড়াচ্ছে। যদিও সুপার লিগে ফের লড়াই হবে অপর তিনটি দল এগিয়ে চলো সংঘ, রামকৃষ্ণ ক্লাব ও লাল বাহাদুর ব্যায়ামাগারের সঙ্গে। সুপার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে সাক্ষাৎকারের আগে লীগ পর্যায়ে ভাইটাল ম্যাচ হিসেবে লাল বাহাদুর কে হারিয়ে ফরোয়ার্ড ক্লাবের মনোবল এখন যথেষ্ট তুঙ্গে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবলে গুরুত্বপূর্ণ খেলায় আজ, বৃহস্পতিবার ফরোয়ার্ড ক্লাব চার-এক গোলে জয়ী হয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। খেলার ১০ ও ৪৪ মিনিটের মাথায় পরপর দুটি গোল করে রোনাল্ড সিং দলকে ২-০ তে এগিয়ে দেয়।
দ্বিতীয়ার্ধ শুরুতে লাল বাহাদুর ব্যায়ামাগারের প্রীতম সরকার একটি গোল শোধ করে খেলায় ব্যবধান কমিয়ে আনে। তবে ৪ মিনিট বাদে ফরোয়ার্ডের রোনাল্ড সিং আরও একটি গোল করলে একদিনে যেমন নিজের হ্যাটট্রিক হয়, অপরদিকে দল তিন-একে এগিয়ে যায়। পক্ষান্তরে লাল বাহাদুরের আক্রমণ ভাগের ছেলেরা গোল পরিশোধে একাধিকবার প্রয়াস নিলেও কার্যত সফল হয়নি। উপরন্ত শেষ দিকে খেলার ৭৮ মিনিটের মাথায় ফরোয়ার্ডের সাবাত জমাতিয়া আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে চার-এক হয়। শেষ পর্যন্ত ৪-১ গোলে জয় ছিনিয়ে পুরো ৩ পয়েন্ট অর্জন করে ফরোয়ার্ড ক্লাব মাঠ ছাড়ে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, আদিত্য দেববর্মা, সুকান্ত দত্ত ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: এগিয়ে চলো সংঘ বনাম ফ্রেন্ডস ইউনিয়ন, বিকেল তিনটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।