লালবাহাদুর ব্যাযামাগারের ফুটবলারদের হাতে জার্সি প্রদান


newsagartala24.com Images

আগরতলা, Aug 14, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023



 ঐতিহ্যবাহী লালবাহাদুর ব্যায়ামাগারও প্রস্তুত রাখাল শীল্ডের নকআউট ম্যাচের জন্য। রবিবার থেকে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের রাখাল মেমোরিয়াল নক আউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে । আগামীকাল বিরতির পর ১৬ আগস্ট বুধবার তৃতীয় ম্যাচে ঐতিহ্যবাহী লাল বাহাদুর ব্যয়ামাগার খেলবে ফরোয়ার্ড ক্লাবের বিরুদ্ধে। সন্ধ্যায় নিজেদের ক্লাব গৃহে জার্সি প্রদান অনুষ্ঠানে ক্লাবের খেলোয়ারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। লাল বাহাদুর ব্যয়ামাগারের খেলোয়াড়দের জার্সি স্পন্সর করেছে টাটা মোটর্স, প্রোগ্রেসিভ অটোমোবাইলস। জার্সি প্রদান অনুষ্ঠানে লাল বাহাদুর ব্যানাগারের সভাপতি প্রণব সরকার, সংসারের টাটা মোটরস প্রোগ্রেসিভ অটোমোবাইলস-এর এম.ডি অমলেন্দু নাথ প্রমূখ উপস্থিত ছিলেন।

কোচ সুজিত ঘোষ এবং ক্লাব সম্পাদক সহ ক্লাবের সকল কর্মকর্তা বৃন্দ এবারকার ক্লাব টিমে খেলোয়াড়রা মুখ্যত জয়ের লক্ষ্যে মাঠে নামবে বলে আশা প্রকাশ করছেন। উল্লেখ্য, রাজ্যের ও বহি:রাজ্যের খেলোয়াড়দের নিয়ে সমৃদ্ধ ক্লাব টিমের  মূল লক্ষ্য মাঠে ভালো খেলা উপহার দেওয়া। পাশাপাশি সাফল্যেরও লক্ষ্য রয়েছে খেলোয়ারদের মধ্যে। বেঙ্গল কেরালা সহ স্থানীয় ফুটবলারদের নিয়ে  সমৃদ্ধ পুরো টিমকে প্রায় সপ্তাহ খানেক ধরে দারুন ভাবে প্র্যাকটিস করিয়ে নিজেদের মধ্যে বেশ বোঝাপড়া তৈরি করে নিয়েছেন কোচ সুজিত ঘোষ। আশা করছেন মাঠে ভালো খেলার পাশাপাশি দল দারুন সাফল্যও পাবে।

খেলোয়াড়রাও প্র্যাকটিস ম্যাচে নিজেদের মধ্যে বোঝাপড়ার সময় মূল খেলায় নিজেদের পুরোটা ক্লাবের জন্য উজাড় করে দেবে বলে ক্লাব কর্মকর্তাদের কাছে অঙ্গীকার করেছেন। সুজিতের তত্ত্বাবধানে অনন্ত বিজয় জমাতিয়া, প্রতাপ সিং জমাতিয়া, বালক সাধন জমাতিয়া, রোনাল্ডো দেববর্মা, অবর্ণহরি জমাতিয়া, অপজিৎ ত্রিপুরা, জন জমাতিয়া, প্রীতম সরকার, মনোজিৎ সিং বড়ুয়া, সন্দীপ রাই, সুরজ সিং, জেলস রাই, উত্তম রাই, শ্যাম কুমার, আজমল রিয়াজদের নিয়ে বাহাদুর ব্যয়ামাগারের ফুটবল টিম বুধবারে মাঠেই নিজেদের প্রথম ম্যাচ জাত চেনাতে বদ্ধপরিকর। ভিনদেশী হীন দলে ভিন রাজ্যের সঙ্গে লোকাল-ভোকালদের খেলা দেখতে মাঠে প্রচুর দর্শকের আগমন ঘটবে বলে ফুটবল প্রেমীদেরও প্রত্যাশা।