শতদল সংঘ ক্লাবে এক সাংবাদিক বৈঠক
আগরতলা, Nov 05, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
অঞ্জলি ইন্টারন্যাশনাল চাইল্ড ফেস্টিবল হবে এবার উড়িষ্যার ভুবনেশ্বরে। এতে ত্রিপুরা থেকে কলাকুঞ্জ সাংস্কৃতিক সংস্থার হয়ে ১১ জন শিশু অংশগ্রহণ করবে এই ইন্টারন্যাশনাল ফেস্টিবলে। আগামী ১৩ ই নভেম্বর শুরু হবে ভুবনেশ্বরে এই উৎসব। ত্রিপুরা থেকে ১১ জন শিশু সহ তাদের অভিভাবক মিলিয়ে মোট ২৭ জনের টিম রয়েছে। এর মধ্যে দুজন স্পেশাল শিশু ও রয়েছে। আগামী ৮ নভেম্বর রেলপথে রওনা হবেন তারা সকলে। মঙ্গলবার শতদল সংঘ ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে এই সব তথ্য তুলে ধরলেন কলাকুঞ্জ কালচারাল একাডেমীর প্রিন্সিপাল সীমা সরকার। শতদল সংঘেই রয়েছে এই কালচারাল একাডেমি।
সাংবাদিক বৈঠকে শতদল সংঘের তরফ থেকেও ২৭ জনকে অভিনন্দন জানালো হলো।একই সঙ্গে ক্লাবের পক্ষ থেকে তাদেরকে সর্বোতভাবে সহায়তা করা হবে বলে ও জানালেন শতদল সংঘ ক্লাবের সম্পাদক অধির দেবনাথ।
এই ক্লাব বিভিন্ন ক্ষেত্রে জনগণকে সহায়তা করে থাকে। ত্রিপুরা রাজ্যে ঐতিহ্যবাহী ক্লাবের মধ্যে অন্যতম একটি ক্লাব হলো এই শতদল সংঘ। এবার পুজোতে বিভিন্ন রকম পুরস্কার ও পেয়েছে শতদল সংঘ। ক্লাব সম্পাদকসহ ক্লাবের কর্মকর্তারা আশাবাদী, কলাকুঞ্জ কালচারাল একাডেমীর হয়ে শিশুরা রাজ্যের নাম উজ্জ্বল করবে আন্তর্জাতিক এই উৎসবে।