শতদলকে পাঁচ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কসমোপলিটন

আগরতলা, Mar 22, 2025, ওয়েব ডেস্ক থেকে2025
রোমাঞ্চকর ম্যাচে ৫ রানে জয় পেলো কসমোপলিটন ক্লাব। পরাজিত করলো শতদল সঙ্ঘকে। গ্রুপে ৬ ম্যাচ খেলে তারকাখচিত কসমোপলিটন জয়লাভ করলো ৫ টি ম্যাচে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরন চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্রিকেটে। ঋতুরাজের দুরন্ত অর্ধশতরান এবং ভিকি সাহা-র ভেলকি বিফলে গেলো। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কসমোপলিটনের গড়া ১১৬ রানের জবাবে শতদল সঙ্ঘ ১১১ রান করতে সক্ষম হয়। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে কসমোপলিটন ক্লাব ১৭.৫ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রান করে।
দলের পক্ষে রিয়াজ উদ্দিন ১৭ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৮, দলনায়ক শঙ্কর পাল ১৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১, বাবুল দে ১৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭, সৌরভ থুব্রিকর ১৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। শতদল সঙ্ঘের পক্ষে ভিকি সাহা ২৩ রানে ৪ টি, বিপীন কুমার শর্মা ২৬ রানে ৩ টি এবং রাজদীপ দত্ত ২৪ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শতদল সঙ্ঘ নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১১১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ঋতুরাজ ৫৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৫২ এবং দ্বীপজয় দেব ৪৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করেন। কসমোপলিটন ক্লাবের পক্ষে সৌরভ কর ১৫ রানে এবং কৃষ্ণধন নম: ২২ রানে ২ টি উইকেট দখল করেন।