শপথ গ্রহণের পরই একান্ত বৈঠকে দুই প্রধানমন্ত্রী, মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানালেন হাসিনা
Agartala, Jun 10, 2024, ওয়েব ডেস্ক থেকে
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণে যোগ দিতে ভারতে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দেশে ফেরার আগে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানালেন শেখ হাসিনা। শপথ গ্রহণের পরই শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ও একান্ত বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের হাসিনার আমন্ত্রণের কথা জানান।
নয়া দিল্লির আইটিসি মৌর্য হোটেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, “পরপর তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। তিনি (শেখ হাসিনা) নরেন্দ্র মোদী ও এনডিএ জোটকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।”
রাষ্ট্রপতি ভবনে দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাতে শেখ হাসিনা দু’দেশের বন্ধনকে আরও দৃঢ় করতে নরেন্দ্র মোদীর নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বলেই জানান পররাষ্ট্রমন্ত্রী। হাছান মাহমুদ বলেন, “দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে এবং নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের অনেক কাজের সুযোগ রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বাড়াতে পরিকাঠামোর উন্নয়ন সহ আরও উন্নতি প্রকল্পে একযোগে কাজ করতে হবে।”
আজ সোমবার দুপুরে দিল্লি থেকে ঢাকা রওনা দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।