শাসক শিবিরকে তোপ দাগলেন রাহুল গান্ধী


newsagartala24.com Images

আগরতলা, Sep 11, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


বিজেপি যেটাকে হিন্দুত্ব বলে, সেটা আসলে উগ্রতা। এর সঙ্গে প্রকৃত হিন্দুত্বের কোনও সম্পর্ক নেই। প্যারিসে বসে শাসক শিবিরকে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । তাঁর দাবি, ভোটে জেতার জন্য বিজেপি সব করতে পারে। তার সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। ইউরোপ সফরে রয়েছেন রাহুল। প্যারিসে বসে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস (Congress) নেতা বলেন,”বিজেপির সঙ্গে প্রকৃত হিন্দুত্বের কোনও সম্পর্ক নেই। বিজেপি ক্ষমতা দখলের জন্যই সবকিছু করে। 

জাতপাতের ভিত্তিতে সামান্য কিছু মানুষের হাতে ক্ষমতা কুক্ষিগত থাক।” রাহুলের অভিযোগ, বিজেপি ক্ষমতা দখলের জন্য দুর্বলদের উপর সবরকম অত্যাচার করতে পারে।”উগ্র হিন্দুত্ববাদের সঙ্গে হিন্দু ধর্মের কোনও সম্পর্ক নেই। একাধিকবার গীতা পড়েছি। কোনও হিন্দু ধর্মগ্রন্থে লেখা নেই যে ধর্মের জন্য দুর্বলদের উপর অত্যাচার করতে হবে। ভারতের যে জাতপাত প্রথা আছে, সেটা বজায় রাখার জন্য ওরা সবকিছু করতে পারে।” রাহুলের অভিযোগ, বিজেপির উগ্রতার জন্যই দেশের সব স্বশাসিত সংস্থা আজ বিপদে।