শীঘ্রই ভারত-মায়ানমার সীমান্তে বসবে বেড়া: অমিত শাহ


newsagartala24.com Images

Agartala, Jan 20, 2024, ওয়েব ডেস্ক থেকে


গুয়াহাটি, ২০ জানুয়ারি  : শীঘ্রই ভারত-মায়ানমার সীমান্তে সংস্থাপিত হবে বেড়া। এছাড়া আগামী তিন বছরের মধ্যে দেশ থেকে নকশালবাদ নির্মূল করতে বদ্ধপরিকর মোদী। আজ গুয়াহাটিতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ শনিবার কানায় কানায় পূর্ণ সরুসজাই স্টেডিমামে আসাম পুলিশের নবগঠিত পাঁচটি বাহিনীর ২,৫৫১ জন কমান্ডোর পাসিং আউট প্যারেড উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের ভবিষ্যত পরিকল্পনার তথ্য পেশ করছিলেন। তিনি বলেন, কেন্দ্র শীঘ্রই ভারত-মায়ানমার সীমান্তে বেড়া সংস্থাপন করবে, ঠিক যেমন ভারতে অবাধ চলাচল রুখতে বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো হয়েছে৷ অমিত শাহ বলেন, এই ঘোষণার পর ‘ফ্রি মুভমেন্ট রেজিম’ (এফএমআর), যা ভারত-মায়ানমার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের ভিসা ছাড়াই এপার থেকে ওপারে ১৬ কিলোমিটার প্রবেশ করতে দেয়, তা শীঘ্রই শেষ হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেন, ‘অসমের আমার বন্ধুদের আমি বলতে চাই, নরেন্দ্র মোদী সরকার মায়ানমারের সঙ্গে ভারতের খোলা সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে আমরা বাংলাদেশের সাথে দেশের সীমান্তে বেড়া দিয়েছি। ভারত সরকার মায়ানমারের সাথে ফ্রি মুভমেন্ট রেজিম চুক্তিটি পুনর্বিবেচনা করছে। তবে শীঘ্রই ভারতে অবাধ চলাচল বন্ধ করবে ভারত সরকার।’

তিনি বলেন, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ-ঘেঁষা ভারত-মায়ানমারের ১,৬৪৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ওইসব রাজ্যে বর্তমানে ‘ফ্রি মুভমেন্ট রেজিম’ রয়েছে, যা ভারতের অ্যাক্ট-ইস্ট নীতির অংশ হিসেবে ২০১৮ সালে প্রয়োগ করা হয়েছিল।

প্রসঙ্গক্রমে অমিত শাহ পূর্ববর্তী কংগ্রেস শাসনকে আক্রমণ করে বলেন, কংগ্রেস আমলে সরকারি চাকরি পাওয়ার জন্য বেকারদের ঘুষ দিতে হয়েছিল। কিন্তু বর্তমান বিজেপি শাসনে চাকরির জন্য একটি পয়সাও দিতে হয় না। ঘুষ ছাড়া অসমে বিজেপি সরকার সম্পূৰ্ণ করেছে এক লক্ষ সরকারি চাকরি নিয়োগ প্ৰক্ৰিয়া। সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্ৰা সম্পর্কে তীব্ৰ কটাক্ষ করেছেন অমিত শাহ।

সরুসজাই স্টেডিয়ামে নবনিযুক্ত কমান্ডোদের শুভেচ্ছা জানিয়ে বেশ কিছু গুরুত্বপূৰ্ণ মন্তব্য করেছেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, সব থেকে চেলেঞ্জের সম্মুখিন হচ্ছিল আসাম পুলিশ। আসাম পুলিশের এক গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। আজকে এই অনুষ্ঠান আসাম পুলিশকে আরও শক্তিশালী করবে। আজ আসাম পুলিশ স্বয়ংসম্পূর্ণ। অসমে সন্ত্রাসরাজ খতম হয়েছে। প্রায় সব উগ্রপন্থী সংগঠন সমাজের মূলস্রোতে ফিরে এসে রাজ্যের উন্নয়নে শামিল হয়েছে। এটা সম্ভব হয়েছে বিজেপি সরকার ক্ষমতায় আসায়। আসাম পুলিশের প্ৰায় ৯০০ শহিদদের প্রতি শ্ৰদ্ধাঞ্জলিও অর্পণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত।

২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের অভিষেক প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহ বলেন, ভগবান শ্রীরাম ৫৫০ অসম্মানজনক পরিস্থিতি কাটিয়ে স্বগৃহে ফিরছেন। এটা সমগ্র ভারতের জন্য গর্বের বিষয়। তিনি বলেন, রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান এমন এক সময় হচ্ছে, যখন দেশ একটি সুপার পাওয়ার হওয়ার পথে।

অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। ছিলেন অসমের পুলিশ-প্রধান জিপি সিং সহ রাজ্য পুলিশের পদস্থ ও উচ্চপদস্থ বহু আধিকারিক। আজকের আসাম পুলিশের নবনিযুক্ত কমান্ডোদের পাসিং আউট প্যারেড উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান উপভোগ করতে স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। 

আজ নবনিযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোরা তাঁদের সমর-কৌশল প্রদর্শন করেছেন। প্রদর্শন করেছেন নিঃযুদ্ধ যেমন, ক্যারাটে, কুংফু, জুডো ইত্যাদির মাধ্যমে শত্রুপক্ষকে কবজায় আনা যায়। এছাড়া সন্ত্রাসী পাকড়াও করতে নানা ধরনের কৌশল প্রদর্শন করে দর্শকদের মন কুড়িয়েছেন তরুণ-তরুণী পাঁচ বিভাগের কামান্ডোরা। প্ৰদৰ্শন করেছেন আকাশমার্গে শত্রু দমনের সমর-কৌশল।