শুভেচ্ছা জানানো হলো মাস্টার্স অ্যাথলিটদেরএন এস আর সি সি-‌র হলঘরে


newsagartala24.com Images

আগরতলা, Feb 04, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


মহারাষ্ট্রের মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী অ্যাথলিটদের মনোবল বাড়ালো রাজ্য সংস্থা।।।
অগ্রিম শুভেচ্ছা জানানো হলো মাস্টার্স অ্যাথলিটদের। রবিবার। এন এস আর সি সি-‌র দাবা হলঘরে।

মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত হবে ৪৪ তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। ওই রাজ্যের শ্রী শিব ছত্রপতি স্টেডিয়ামে হবে আসর। ১৩-‌১৭ ফেব্রুয়ারি। ওই আসরে অংশ নিতে ত্রিপুরার অ্যাথলিট-‌রা রওয়ানা হবেন ৮ ফেব্রুয়ারি। এদিন অ্যাথলিটদের উৎসাহ দিতে রাজ্য সংস্থার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানানো হয়। মূলত;‌ অ্যাথলিটদের মনোবল বাড়াতেই ওই উদ্যোগ। পাশাপাশি গেলো বছর ফিলিপিন্সে অনুষ্ঠিত এশিয়ান আসরে দেশের হয়ে অংশ নেওয়া রাজ্যের ১১ জন অ্যাথলিটকে এদিন সংবর্ধনা জানানো হয়। এবারই প্রথম বড় পরিষরে ত্রিপুরার দল অংশ নিচ্ছে আসরে। ত্রিপুরার দলে অ্যাথলিটের সংখ্যা ৬৭ জন। গেলো বছর পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত ৪৩ তম আসরে ৫১ জন অংশ নিয়ে ত্রিপুরার ঝুলিতে এসেছিলো ৩৬ টি পদক। এবার পদকের সংখ্যা আরও বাড়বে আশা করছেন রাজ্য সংস্থার কর্তারা। এবছর আসরে সাফল্য পাওয়া অ্যাথলিটদের বিশ্ব আসরের জন্য নির্বাচন করা হবে। সুইডেনে আগস্ট মাসে হবে বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স আসর। ওই আসরে দেশের জার্সি গায়ে জড়িয়ে খেলার স্বপ্নে বিভোর রাজ্যের অ্যাথলিট-‌রা। তা মাথায় রেখেই জোড় প্রস্তুতি চলছে জানালেন রাজ্য সংস্থার কর্তারা। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ, , প্রবাল দে, দেবাশিষ ভট্টাচার্য,অপু রায়, স্বপন সাহা, আশিষ পাল,চঞ্চল মজুমদার, তপন ভট্টাচার্য, নিখিল সাহা এবং প্রণব অখন্ড। আসরে ত্রিপুরার পতাকা বহন করবেন তপন শীল। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকলেই বিশ্বাস করেন, মহারাষ্ট্রে ট্র‌্যাক অ্যান্ড ফিল্ডে ঝড় তুলবেন রাজ্যের অ্যাথলিট-‌রা। ত্রিপুরা দল:‌ রাকেশ রুদ্রপাল, তপন শীল, লিটন দেববর্মা, রাজেশ ত্রিপুরা, বিপ্লব মজুমদার, প্রশান্ত সরকার, বাচ্চু সরকার, সাকিম হোসেন, জহর মিঁয়া, বিকাশ দেববর্মা,শম্ভু রায়, কৃষ্ণ দেববর্মা, মাহাবুল আলম, মধুসুধন দেবনাথ, লিটন দেব, স্নেহাশিষ দেবনাথ, রাশু বিশ্বাস, সাহাবুদ্দিন চৌধুরি, রিপন দাস, হাবিব মিঁয়া, দেবাশিষ মজুমদার, প্রদীপ ত্রিপুরা, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, জয় চন্দ্র ত্রিপুরা, দেবাশিষ দাস, দিলীপ মোদক, পরিমল পাল, কাজল চন্দ্র দাস, নলিনী দেবনাথ, করণ দেববর্মা,গোপাল সাহা, রাকেশ রুদ্রপাল, অরুণ পাল, কিরণ কুমার দেববর্মা, মতিলাল দাস, আশিষ কর, রমেন্দ্র নাথ, ইন্দ্রজিৎ সরকার, দেবাশিষ দাস, দুলাল দাস, প্রীয়লাল সাহা, জোগল কিশোর দেব,মমতা নাথ, মিতালী দেবনাথ, গায়েত্রী মজুমদার সাহা, সুপ্রিয়া দেবনাথ, রূমা রায়  বিশ্বাস, সরস্বতী দেবনাথ, রিঙ্কু দেবনাথ, শেফালি বর্ধন, ইভি বর্ধন, তাপসী দেব দাস, সাহানারা বেগম, নেওক্রা হালাম, মৌমিতা দাস, সবিতা নম:‌,দেবি রাণী দাস, জবা পাল দত্ত, সুশ্মিতা বিশ্বাস, রিঙ্কু সরকার, চন্দনা দাস সাহা, রাখি সাহা, রঙমালা খাতুন, অনিন্দিতা পাল, শিবানী দেবনাথ, অর্চনা বনিক এবং ভানু কালিতা। অফিসিয়াল:‌ স্বপন সাহা, নিখিল সাহা, আশিষ পাল, চন্দন চক্রবর্তী এবং প্রতুল বনিক