শেখ হাসিনাকে বাড়িতে আমন্ত্রণ প্রধানমন্ত্রী মোদীর, শুক্রবার দুই রাষ্ট্রপ্রধান বসবেন বৈঠকে


newsagartala24.com Images

Agartala, Sep 07, 2023, ওয়েব ডেস্ক থেকে


নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর : বঙ্গবন্ধু কন্যা তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাড়িতে আমন্ত্রণ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেলে মোদী নিজের বাসভবনে হাসিনার সঙ্গে আলাপচারিতায় বসবেন বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের দাবি, আন্তরিকতার বার্তা দিতেই এই গৃহ অভ্যর্থনার আয়োজন করা হয়েছে। এই আপ্যায়নের ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছোবে বলে ধারণা কূটনৈতিক মহলের।

প্রসঙ্গত, শনিবার থেকেই শুরু হবে জি-২০ দেশগুলির শীর্ষ সম্মেলন। কিন্তু বাংলাদেশ সেই গোষ্ঠীর সদস্য নয়। তবে নরেন্দ্র মোদী জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব পাওয়ার পরই শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। অন্যদিকে, হাসিনা দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা ও সৌদি আরবের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বলে সূত্রের খবর। ভারতের প্রধানমন্ত্রী শুক্রবার বৈঠক করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোর সঙ্গেও। ফরাসি প্রেসিডেন্ট দিল্লি থেকেই চলে যাবেন ঢাকা। সেই কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রীও জি-২০ শীর্ষবৈঠক শেষ করেই স্বদেশে ফিরবেন।