শেষ হলো তিন দিনের সামার টেবিল টেনিস ক্যাম্প।


newsagartala24.com Images

আগরতলা, Jun 10, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


শেষ হলো তিনদিনব্যাপী সামার টেবিল টেনিস  প্রতিযোগিতা। এন এস আর সি সি-‌র টেবিল টেনিস হলঘরে হয় আসর। সোমবার বিকেলে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, যুগ্ম সচিব স্বপন সাহা এবং রাজ্য টি টি সংস্থার কর্তারা। এবারের আসরে চমক দেয় দেবার্ঘ আইচ এবং সারবি রায় বর্মন।

দেবার্ঘ অনূর্ধ্ব-‌১৭ ও ১৯ বিভাগে সেরা এবং সাবরি অনূর্ধ্ব-‌১৭ বিভাগে সেরা ও অনূর্ধ্ব-‌১৯ বিভাগে রানার্স হয়েছে।  দুজনই রাজ্যের স্বনামধন্য কোচ জয়ন্ত মজুমদারের কাছে প্রশিক্ষণরত। এছাড়া পশ্চিম জেলার শ্রেয়শী চক্রবর্তী দ্বিমুকুট জয় করে। আসরে অনূর্ধ্ব-‌১৫ বালক বিভাগে পশ্চিম জেলার শুভ্রায়ন রায়, রিষান দাস, গোমতি জেলার অনুপম বর্ধন, সিপাহীজলা জেলার দেবজিৎ নম:‌,বালিকা বিভাগে পশ্চিম জেলার সারবি রায় বর্মন, সিপাহীজলা জেলার সৌমশ্রী দত্ত ,সুপ্রিয়া নম:‌, পশ্চিম জেলার স্নিগ্ধা দে, অনূর্ধ্ব-‌১৭ বালক বিভাগে পশ্চিম জেলার দেবার্ঘ আইচ, দিশান দাস, এস.‌সাইজাক দেববর্মা, দেবার্পন কুন্ডু, বালিকা বিভাগে সাব্রুমের পুষ্পা বিশ্বাস, সিপাহীজলা জেলার নিকিতা দাস,সুপ্রিয়া নম:‌, স্নিগ্ধা দে, অনূর্ধ্ব-‌১৯ বালক বিভাগে পশ্চিম জেলার দেবার্ঘ আইচ, দেবার্পন কুন্ডু, আদিত্য পাল, গোমতি জেলার সোমরাজ তলাপাত্র, বালিকা বিভাগে পশ্চিম জেলার শ্রেয়শী চক্রবর্তী, সাবরি রায় বর্মন, শ্রীরাধা মজুমদার, স্নিগ্ধা দে, পুরুষ বিভাগে গোমতি জেলার প্রতীম রায়, পশ্চিম জেলার জিষান চৌধুরি, দ্বৈপায়ন দত্ত, দবীপ দে, মহিলা বিভাগে পশ্চিম জেলার শ্রেয়শী চক্রবর্তী, গোমতি জেলার তাপসী রায়, পশ্চিম জেলার শ্রীরাধা মজুমদার এবং মৌমিতা সাহা যথাক্রমে প্রথম ৪ টি স্থান দখল করেন।