শ্রীলঙ্কান নৌবাহিনীর হাতে গ্রেফতার ১৮ ভারতীয় মৎস্যজীবী দেশে ফিরল


newsagartala24.com Images

চেন্নাই, Feb 13, 2024, ওয়েব ডেস্ক থেকে


চেন্নাই, ১৩ ফেব্রুয়ারি : শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেফতার হওয়া তামিলনাড়ুর ১৮ জন ভারতীয় জেলে মঙ্গলবার দেশে ফিরছেন। আটক জেলেরা মঙ্গলবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে আকাশপথে তামিলনাড়ু পৌঁছন। তামিলনাড়ুতে পৌঁছলে আটক ভারতীয় মৎস্যজীবীদের তামিলনাড়ুর মৎস্য দফতরের আধিকারিক এবং বিজেপির কিছু কর্মীরা স্বাগত জানান।

জানুয়ারি মাসে ১৮ জন ভারতীয় মৎস্যজীবীকে সামুদ্রিক বিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। শ্রীলঙ্কান নৌবাহিনী তাদের গ্রেফতার করেছিল। সেখানে একটি জেলে তাঁদের রাখা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, একটি স্থানীয় আদালত ফেব্রুয়ারি মাসের শুরুতে তাঁদের মুক্তির নির্দেশ দেয়। তারপরে তাদের সেখানে একটি ক্যাম্পে রাখা হয়।

মৎস্যজীবীরা রাজ্য সরকারের পাঠানো গাড়িতে সড়কপথে রামানাথপুরমের উদ্দেশ্যে রওনা হয়েছেন।