শ্রীলঙ্কায় কমনওয়েলথ দাবায় স্বর্ণপদক ত্রিপুরার বিস্ময় বালিকা অর্শিয়ার


newsagartala24.com Images

আগরতলা, Aug 29, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


দাবাড়ু অর্শিয়ার সাফল্যের মুকুটে জুড়লো আরেকটি রঙ্গিন পালক। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত কমনওয়েলথ দাবায় স্বর্ণপদক জয় করল বিস্ময় বালিকা তথা পূর্বোত্তরের প্রথম মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু অর্শিয়া দাস। অনূর্ধ্ব ১৪ বালিকাদের ব্লিটজ ইভেন্টে স্বর্ণপদক জয় করে নজির গড়ে হলিক্রস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীটি। রাজ্যের প্রথম কোনও দাবাড়ু হিসাবে ওই পদক জয় করে অর্শিয়া। পূর্ণেন্দু এবং অর্ণিশা দাসের একমাত্র মেয়েটি ৯ রাউন্ডের সাড়ে সাত পয়েন্ট অর্জন করে স্বর্ণপদক জয় করে।

 

বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড ইভেন্টের খেলা। ওই ইভেন্টেও পদক জয় করা নিয়ে আশাবাদী সোনার মেয়ে অর্শিয়ার। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আসরে নয় রাউন্ডে একটি ম্যাচে পরাজয়, একটি ম্যাচে পয়েন্ট ভাগ এবং সাতটি ম্যাচে জয় পেয়ে ভারতের পতাকা বিদেশের মাটিতে তুলে ধরলো ম্যাট্রিক্স চেস আকাডেমির ছাত্রীটি নিজের সাফল্যে খুশি। অর্শিয়া চাইছে পরের দুটি আসরে ও ভালো ফলাফল করতে। দিল্লি থেকে ম্যাট্রিক্স চেস আকাডেমির কোচ প্রসেনজিৎ দত্ত অভিনন্দন জানান অর্শিয়াকে। অর্শিয়ার সাফল্যের রাজ্যের দাবা প্রেমীদের মধ্যেও খুশির হাওয়া লক্ষ্য করা গেছে।এদিকে দুরন্ত সাফল্য অর্শিয়াকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা:‌ মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, সাংসদ বিপ্লব কুমার দেব, প্রতীমা ভৌমিক, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ। প্রত্যেকেই অভিনন্দন জানানোর পাশপাশি আগামীদিনে যাতে ওর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয় এর কামনা করেন।