সংসদের সুরক্ষা ব্যবস্থায় গাফিলতি, ৮ কর্মীকে বরখাস্ত করল লোকসভা সচিবালয়


newsagartala24.com Images

Agartala, Dec 14, 2023, ওয়েব ডেস্ক থেকে


নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর : সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় লোকসভা সচিবালয় আট কর্মীকে ইতিমধ্যেই বরখাস্ত করেছে। বুধবার যে সময় ঘটনাটি ঘটেছিল সেই সময় সংসদ ভবনের মূল প্রবেশপথ-সহ গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলিতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই আট জন। বৃহস্পতিবার সংসদের অধিবেশন শুরু হতেই, নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। বিরোধীরা এ বিষয়ে আলোচনার দাবি জানান।

বুধবার দুপুর ১টা নাগাদ সভা চলাকালীন আচমকাই দর্শক আসন থেকে নীচে ঝাঁপ মারেন দুই যুবক। একের পর এক বেঞ্চ টপকে স্পিকারের দিকে এগোনোর চেষ্টা করেন তাঁরা। জুতো থেকে রং বোমা বার করে ছোড়েন। ঘন হলুদ ধোঁয়ায় ঢেকে যায় লোকসভার মূল অধিবেশন কক্ষের একাংশ। আতঙ্কিত হয়ে পড়েন সাংসদরা। বুধবারের এই ঘটনার পরই সংসদ ভবন এবং সাংসদদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ওঠে। সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থায় গলদের ঘটনায় তদন্তের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনস্থ স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার রাতে এক বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দেওয়া হয়েছে।