সকালে পদত্যাগ, বিকালে শপথ ! নীতীশ


newsagartala24.com Images

আগরতলা, Jan 28, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


 নতুন সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই নীতীশকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ।  নীতীশ কুমার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বিকালে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতের বিহার রাজ্যের জেডিইউ নেতা নীতীশ কুমার।  মোট ৯ বার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন।

নীতীশের দল থেকে তিনজন পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বিজয় কুমার চৌধুরী, বীজেন্দ্র প্রসাদ যাদব ও শ্রাবণ কুমার। শরিক দল হিন্দুস্তান আওয়ামী মোর্চার (ধর্মনিরপেক্ষ) সভাপতি সন্তোষ কুমার ও সমর্থনকারী একমাত্র স্বতন্ত্র বিধায়ক সুমিত কুমার সিংও পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

নীতীশকে রোববার বিকাল পাঁচটার দিকে রাজভবনে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর। তার সঙ্গেই মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন বিজেপির রাজ্য সভাপতি ও বিধান পরিষদের (রাজ্যের উচ্চকক্ষ) সদস্য সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা। তারা দুজনই হবেন উপমুখ্যমন্ত্রী। আরও ছয় নেতা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিজেপির প্রেম কুমার।