সচিবকে ঘুমে রেখে টিসিএ-র কমিটিগুলো তৈরি।
আগরতলা, Aug 10, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023
সচিবকে ঘুমে রেখে টিসিএ-র
কমিটিগুলো তৈরি। উপযুক্ত ব্যক্তিদের নিয়ে কমিটিগুলো তৈরি। এখন শুধু তা প্রকাশের অপেক্ষায়। যতদূর খবর রয়েছে অ্যাডভাইজারি কমিটি, আম্পায়ার কমিটি, সিলেকশন কমিটির পাশাপাশি জুনিয়র, সিনিয়র সব বিভাগের কমিটির প্রস্তুতিপর্ব চূড়ান্ত। সভাপতির অনুমোদন পেয়ে তা এখন যুগ্ম সচিব এর টেবিলে প্রকাশের অপেক্ষায়। ৯ আগস্ট দুপুরে এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে অনুষ্ঠিত জেনারেল বডির মিটিংয়ে সমস্ত কমিটির রূপরেখার অনুমোদন নিয়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে সভাপতির স্বাক্ষর ও সিল মোহরের পর যুগ্ম সচিবের টেবিলে তা এখন পরিষ্কারভাবে প্রকাশের জন্য প্রস্তুত করা হচ্ছে। আরো ২৪ ঘন্টা সেগুলোকে পরখ করে আগামীকাল, শুক্রবার ফলাও করে প্রকাশ করা হবে বলে খবর রয়েছে। যতদূর খবর, সিলেকশন কমিটিতে তারকেশ্বর দাম, জীবন পাল, অমিত দাস কে রাখা হয়েছে। জুনিয়র টিম সিলেকশন কমিটিতে রাখা হয়েছে রাজীব সাহা, গোপেশ ভৌমিক এবং সৌম্য বণিককে।
গ্রাউন্ড কমিটির মুখ্য নাজমুল হোসেন। আম্পায়ারদের কমিটিতে রয়েছেন সন্তোষ দাস, সমীর বিস্বাস সহ আরো একজন। টুর্নামেন্ট কমিটিতে রয়েছেন চিরঞ্জিত পাল সহ আরো কয়েকজন। তবে সহ-সভাপতি তিমির চন্দ এবং সচিব তাপস ঘোষ এ বিষয়ে পুরোপুরি অন্ধকারে রয়েছেন বলেই খবর। মুখ খুলছেন না কেউই। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ওয়েবসাইট, সেই ১৯ জুলাই এর পর থেকে প্রায় তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পথে। অথচ কোন রকম আপডেট নেই। ক্রিকেট মহল একটু হলেও সমস্ত বিষয়ে উদ্বিগ্ন রয়েছেন। রাজ্য ক্রিকেটের মান উন্নয়ন এবং প্রসারের লক্ষ্যে ভালো ভালো সবকিছু হলেই কার্যত রক্ষে। বিষয়গুলো আবার আইন আদালত পর্যন্ত গড়ায় কিনা সে বিষয়েও অনেকের সন্দেহ প্রকাশ করছেন