সন্তোষ ট্রফি ফুটবলে ত্রিপুরাকে দুই গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মনিপুর।
আগরতলা, Nov 19, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
খেলেছে ত্রিপুরা, কিন্তু জিতেছে মণিপুর। এই জয়ের সুবাদে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়নের খেতাব পেয়ে মনিপুর ৭৮তম সন্তুষ্ট ট্রফি ফুটবল টুর্নামেন্টের মূল পর্বে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে নকআউটে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচে যেস্থলে শুধুমাত্র ড্র তে ম্যাচ নিষ্পত্তি হলে অর্থাৎ স্বাগতিক ত্রিপুরাকে রুখে দিতে পারলেই অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়ে যাওয়ার কথা। সেস্হলে মনিপুরের ছেলেরা ট্র্যাডিশনাল প্রাধান্য বজায় রেখে খেলে শেষ পর্যন্ত ২-০ গোলে দুর্দান্ত জয় ছিনিয়ে উৎসাহ উদ্দীপনায় অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তবে ত্রিপুরার খেলোয়াড়রা যথেষ্ট লড়াইয়ের মধ্যে থেকে প্রথমার্ধের খেলার পাশাপাশি দ্বিতীয়ার্ধের প্রায় আধঘন্টা সময় মনিপুর কে রুখে দিয়ে দর্শকাকীর্ণ স্টেডিয়ামের প্রশংসা কুড়িয়েছে। তবে প্রথমার্ধের খেলায় একাধিকবার গোলমুখী আক্রমণ সত্ত্বেও মণিপুরের গোলরক্ষকের দক্ষতার কাছে ত্রিপুরার স্ট্রাইকাররা গোল পায়নি এবং শেষ পর্যন্ত স্ট্রাইকারদের হার মানতে হয়। খেলার ৭৩ মিনিটের মাথায় লাউলির গোলে মনিপুর ১-০ তে লিড নেয়। ঠিক তখনই ত্রিপুরার খেলোয়াড়রা যেন কিছুটা ব্যাক ফুটে চলে আসে। একসময় অলআউট খেলে গোলটি পরিশোধের প্রচেষ্টা করলেও শেষ পর্যন্ত ত্রিপুরার ছেলেরা ব্যর্থ হয়। তবে প্রথমার্ধে একাধিকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলে খেলার ফলাফল বিপরীত হত। খেলার অন্তিম সময়ে অর্থাৎ ইনজুরি টাইমে অর্থাৎ খেলার অন্তিম সময়ে অর্থাৎ ইনজুরি টাইমে লাউলি আরও একটি গোল করলে মনিপুরের পক্ষে জয় একেবারে নিশ্চিত হয়ে যায়। খেলা শেষে অনারম্ভর এক অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী ড. প্রফেসর মানিক সাহা, ক্রীড়া মন্ত্রী টিংকু রায় প্রমূখ অংশগ্রহণকারী চারটি দলের খেলোয়াড়দের সম্মাননা প্রদান করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী আয়োজক এবং খেলোয়ারদের প্রশংসা করে আগামী দিনে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।।