সপ্তম পূর্বোত্তর যুব উৎসবের প্রস্তুতি ঘিরে ক্রীড়া মন্ত্রীর সাংবাদিক বৈঠক


newsagartala24.com Images

আগরতলা, Feb 24, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


সপ্তম পূর্বোত্তর যুব উৎসবের প্রস্তুতি ঘিরে ক্রীড়া মন্ত্রীর সাংবাদিক বৈঠক।।।।
 ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে সপ্তম পূর্বোত্তর যুব উৎসব। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। পূর্ব্বাশার মাঠে হবে যুব উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।

শনিবার যুব    বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই উৎসবের কথা জানালেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব এবছর ত্রিপুরায় হতে চলেছে। উত্তর পূর্বের অন্যান্য রাজ্য থেকে প্রায় ৮৪৫ জন প্রতিনিধি এই উৎসবে অংশ গ্রহণ করবেন। উৎসবে বেশ কিছু ইভেন্ট থাকবে প্রতিযোগীদের জন্য। ২৯ ফেব্রুয়ারি হবে যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠান। বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ মন্ত্রী সভার অন্যান্য সদস্যরা। সমাপ্তি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে সেখানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যের শিল্পী শান এবং সুরভী এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে।যুব উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজিয়ে তোলা হচ্ছে পূর্ব্বাশা মাঠ। ২৯ ফেব্রুয়ারি কৃতি খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার প্রদান করা হবে।