সম্পন্ন হলো NSRCC খেলো ইন্ডিয়ার যোগাসনার আসর উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী


newsagartala24.com Images

আগরতলা, Feb 20, 2024, ওয়েব ডেস্ক থেকে


সম্পন্ন হলো এন এস আরসিসিতে খেলো ইন্ডিয়ার যোগাসনার আসর।।।।।।
 ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো খেলো ইন্ডিয়া যোগাসনা মিট। ত্রিপুরাতে এবারই প্রথম এই ইভেন্টটি হলো। এন এস আরসিসির জিমনাসিয়াম হলে দুদিন ব্যাপী এই আসরের সমাপ্তি ঘটলো সোমবার। সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, মেয়র দীপক মজুমদার সহ যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। ছেলেদের বিভাগে মোট আটটি দল অংশ নেয় এই আসরে। এতে প্রথম হয় নাগপুর ইউনিভার্সিটি। দ্বিতীয় স্থান দখল করে লাভলী ইউনিভার্সিটি জলন্ধর। তৃতীয় স্থান সংস্কৃত বিশ্ববিদ্যালয় হরিদ্দার।প্রতিযোগিতায় মেয়েদের মোট সাতটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

এতে প্রথম হয়েছে নাগপুর ইউনিভার্সিটি। দ্বিতীয় স্থান অধিকার করে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।তৃতীয় স্থান অধিকার করে কলকাতা বিশ্ববিদ্যালয়। আসর শেষে অতিথিরা একে একে বিজয়ীদের হাতে পুষ্পস্তবক ও মেডেল তুলে দিলেন। যারা বিজয়ী হলেন তাদের তো বটেই যারা বিজিত হলেন প্রত্যেককে অভিবাদন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আসরে অংশগ্রহণটাই মূল বিষয় বলে জানালেন মুখ্যমন্ত্রী। বাকি অতিথিরা বাহবা দিলেন প্রত্যেক খেলোয়াড়কে।