সরভোগে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধিত ১০ কোটি টাকা ব্যয়ে নিৰ্মিত মাল্টি ইউটিলিটি ভবন


newsagartala24.com Images

Agartala, Feb 29, 2024, ওয়েব ডেস্ক থেকে


সরভোগ (অসম), ২৯ ফেব্রুয়ারি  : বরপেটা জেলার অন্তর্গত সরভোগে ১০ কোটি টাকা ব্যয়ে নিৰ্মিত মাল্টি ইউটিলিটি ভবনের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। উদ্বোধিত অত্যাধুনিক মাল্টি ইউটিলিটি বিল্ডিং এই অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নকে উদ্দীপিত করতে সরকারের একটি গুরিত্বপূর্ণ পদক্ষেপ। ভবনটি ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সরকারের প্রতিশ্রুতি বলে মনে করা হচ্ছে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার রাজ্যের দুই ক্যাবিনেট মন্ত্রী রঞ্জিতকুমার দাস এবং ডা, রণোজ পেগু সহ বেশ কয়েকজন বিশিষ্ট বর্গকে সঙ্গে নিয়ে নবনিৰ্মিত অত্যাধুনিক মাল্টি ইউটিলিটি বিল্ডিঙের উদ্বোধন করেছেন।

অত্যাধুনিক মাল্টি ইউটিলিটি বিল্ডিঙের উদ্বোধন করে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এর কার্যকারিতা এবং সুবিধাবলির তথ্য তুলে বক্তব্য পেশ করেছেন। তিনি বলেন, এই ভবন স্থানীয় ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে। এই বিল্ডিং বহু সুযোগ প্রদানকারী বিভিন্ন উদ্যোগের জন্য একটি কেন্দ্র হয়ে উঠবে। এর মাধ্যমে স্থানীয় উৎপাদনকারী ও ব্যবসায়ীরা বহু উপকৃত ও লাভবান হবেন, বলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, এ ধরনের পরিকাঠামোয় বিনিয়োগ এই অঞ্চলে টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে তাঁর সরকারের একটি বৃহত্তর উন্নয়নমূল পদক্ষেপ।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে দুই পরিষদীয় মন্ত্রী রঞ্জিত দাস এবং রণোজ পেগু প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগগুলিকে অনুঘটক করার ক্ষেত্রে এ ধরনের পরিকাঠামোর কৌশলগত তাৎপর্য তুলে ধরে বক্তব্য পেশ করেছেন।

তাঁরা বলেন, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার ঐকান্তিক প্রচেষ্টায় নবনির্মিত অত্যাধুনিক মাল্টি ইউটিলিটি বিল্ডিং আজ উদ্বোধন হয়েছে। এর মাধ্যমে তৃণমূল স্তরে ব্যবসা এবং উদ্যোক্তাদের প্রচারে সরকারের সক্রিয় দৃষ্টিভঙ্গি প্রমাণ করে, বলেন দুই মন্ত্রী৷