newsagartala24@gmail.com

+91 9366733938


সরাইঘাট বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার প্রথম মহিলা রীতা নাগের রৌপ্য পদক জয়।


newsagartala24.com Images

আগরতলা, Mar 24, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


মহিলা বডিবিল্ডিং আসর থেকে আরও একটি পদক। ‌রাজ্য বাসীর জন্য সত্যিকার অর্থেই ক্রীড়া জগতের নিরিখে আরও একটি গৌরবময় দিন ছিল রবিবার। ত্রিপুরার প্রথম মহিলা হিসেবে রিতা (শ্রেয়া) নাগ গুয়াহাটিতে ৩৬তম সরাইঘাট বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ তথা মডেল ফিজিক বিভাগে রৌপ্য পদক অর্জন করেছেন। উল্লেখ্য, আসামের গুয়াহাটিতে ৩৬ তম সরাইঘাট বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্বকারী দলের সদস্যা রীতা অনূর্ধ্ব ১৫৫ সেন্টিমিটার বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক লাভ করেছেন। উল্লেখ্য, ঠিক একমাস আগে অর্থাৎ ২৩ ফেব্রুয়ারিতে উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে অনুষ্ঠিত ফেডারেশন কাপ বডিবিল্ডিং এ রীতা স্বর্ণপদক লাভ করে ত্রিপুরাকে গৌরবান্বিত করেছিল। জাতীয় আসরে ত্রিপুরার নাম উজ্জ্বল করার মধ্য দিয়ে রীতার মতো ত্রিপুরা বডিবিল্ডিং এন্ড ফিটনেস এসোসিয়েশনের প্রত্যেকে এবং ক্রীড়া প্রেমী রাজ্যবাসী সকলেই এখন গর্ব অনুভব করছেন। ত্রিপুরা থেকে ৩৬ তম সরাইঘাট বডি বিল্ডিং চ্যাম্পিয়ন শিপে ফেডারেশনের গাইডলাইন অনুযায়ী পুরুষ বিভাগে আশিক দেববর্মা এবং মহিলা বিভাগে রীতা নাগ অংশগ্রহণ করেছিলেন। গুয়াহাটিতে এই বডি বিল্ডিং আসরে ত্রিপুরা বডিবিল্ডিং এন্ড ফিটনেস এসোসিয়েশনের সভাপতি তথা আন্তর্জাতিক জাজ তনয় দাসও উপস্থিত ছিলেন। কোচ ও টিম ম্যানেজার তথা জাজ হিসেবে দলের সঙ্গে রয়েছেন প্রিয়াংকা দেবনাথ এবং যীশু দেব। রীতার দারুণ সাফল্যে সভাপতি তনয় দাস ও প্রিয়াঙ্কা দেবনাথ, যীশু দেব সহ টিবিএফএ-র প্রত্যেকে অভিনন্দন জানিয়েছেন।