সিনিয়র মহিলাদের জাতীয় টি-‌২০আজ আসাম জয়ে মরিয়া  ত্রিপুরা


newsagartala24.com Images

Agartala, Oct 27, 2023, ওয়েব ডেস্ক থেকে


দ্বিতীয় জয়ের লক্ষ্যে আগামীকাল মাঠে নামবেন অন্নপূর্ণা দাস-‌রা। প্রতিপক্ষ আসাম। তিরুবন্তপুরমের সেন্ট জেভিয়ার্স কে সি এ ক্রিকেট মাঠে হবে ম্যাচটি। জাতীয় সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে।  দুদলেরই আপাতত ৫ ম্যাচ খেলে ঝুলিতে রয়েছে ৮ পয়েন্ট।

 

মনিপুরের বিরুদ্ধে দুরন্ত জয় মানসিকভাবে কিছুটা হলেও চাঙ্গা করেছে ত্রিপুরা দলকে। ফলে শক্তির বিচারে কোনও দলকেই তেমন ভাবে এগিয়ে রাখা যাচ্ছে না। তবে যে দলের ব্যাটসম্যান-‌রা ২২ গজে নিজেদের মেলে ধরতে পারবেন সেই দলই আগামীকাল জয় পাবে আশা করছেন ক্রিকেট প্রেমীরা। শেষ ম্যাচে মৌটুসী দে, ঋজু সাহা এবং দলনায়িকা আন্নপূর্ণা দাস ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। ওই ৩ জনের পাশাপাশি আসাম ম্যাচে ওপেনার মৌচৈতি দেবনাথ এবং অম্বিকা দাস-‌কেই ব্যাট হাতে জ্বলে উঠতে হবে। শুক্রবার সকালে জিমে কাটান ক্রিকেটাররা। প্রায় দেড় ঘন্টা শারীরিক কসরত করেন মৌটুসী দে-‌রা। অসম জয় নিয়ে আশাবাদী ত্রিপুরার শিবির। গোটা দলই চাইছে অসম জয় করে হরিয়ানা ম্যাচের আগে মানসিকভাবে আরও চাঙ্গা হয়ে উঠতে। দলনায়িকা অন্নপূর্ণা-‌র কথাবার্তায় আত্মবিশ্বাসের সুর। জয় পেতে মরিয়া গোটা শিবিরই। তবে বিশ্বাস করেন, এর জন্য গুরুদায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদেরই।