সুপার ডিভিশন ক্রিকেটে চ্যাম্পিয়ন ব্লাডমাউথ রোমাঞ্চকর ১ রানে জয়ী হয়ে রানার্স সংহতি।


newsagartala24.com Images

আগরতলা, Mar 03, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


 মাঠে সম্পূর্ণ খেলাটা সম্পন্ন হলে ব্লাড মাউথ হয়তো জিতে যেতো। কিন্তু নিয়মের গ্যারাকলে শেষ ১১ টি বল খেলা হয়নি। রোমাঞ্চকর ভাবে ভাইটাল ম্যাচে সংহতি জয় পেয়েছে ঠিক এক রানের ব্যবধানে। ম্যাচ জিতেছে সংহতি। সুপার ডিভিশনে চ্যাম্পিয়ন কিন্তু ব্লাড মাউথ ক্লাব। শেষ ম্যাচে পরাজয় সত্ত্বেও রান রেটের নিরিখে ব্লাড মাউথ বিপুল মজুমদার মেমোরিয়াল সুপার ডিভিশন ক্রিকেটে চ্যাম্পিয়ন খেতাব জিতে নিয়েছে। তবে ডিএলএস মেথডে এক রানের ব্যবধানে জয়ী হওয়ার সুবাদে সংহতি পেয়েছে রানার্স আপ শিরোপা। ‌ এমবিবি স্টেডিয়ামে সকালে ম্যাচ শুরুতে টস জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সংহতি নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করে।

‌ দলের পক্ষে শ্রীদাম পালের অনবদ্য শতরান দলের স্কোর যথেষ্ট সমৃদ্ধ করে তোলে। শ্রীদাম ১০৫ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১২৪ রাউন্ড সংগ্রহ করে। ব্লাডমাউথের বোলার দীপ্তনু চক্রবর্তী ৪০ রানে দুটি উইকেট পেয়েছিল। পাল্টা ব্যাট করতে নেমে ব্লাড মাউথ ক্লাবের ব্যাটার্সরা সমান্তরালে রান সংগ্রহের মধ্য দিয়ে এগিয়ে আসলেও শেষ পর্যায়ে যখন জয়ের জন্য ১১ বলে ১১ রানের প্রয়োজন, ঠিক তখনই মন্দালোকের কারণে ম্যাচ অফিশিয়ালস্ খেলা থামিয়ে দিতে বাধ্য হন। ক্রিকেটের আধুনিক নিয়ম অনুসারে ডিএলএস মেথডে ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে ৪৮.১ করা হলে লক্ষ্যমাত্রা ২৬৪ রান ধার্য করা হয়। অতঃপর ব্লাড মাউথের ৪৮.১ ওভারে আট উইকেটে ২৬২ রান সংগ্রহের সুবাদে সংহতিকে এক রানের ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়। ব্লাড মাউতের পক্ষে আনন্দ ভৌমিকের ৮৯ রান এবং প্রিয়াংশু গৌরবশ্রীবাস্তবের ৪৮ রান বেশ উল্লেখযোগ্য। আনন্দ ৯০ বল খেলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে অপরাজিত ভূমিকায় ৮৯ রান সংগ্রহ করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল। প্রিয়াংশু ৩৯ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মেরে ৪৮ রান পায়। বোলিংয়ে সংহতির অজয় সরকার ৩৫ রানে এবং রানা দত্ত ৪৭ রানে তিনটি করে উইকেট পেয়েছে। দুর্দান্ত ব্যাটিং এবং শত রানের সৌজন্যে শ্রীদাম পাল পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।