সেরা ক্রীড়া সংগঠকের সম্মান পেলেন তপন সাহা


newsagartala24.com Images

আগরতলা, Oct 04, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


অক্লান্ত পরিশ্রম,সেই বিগত এক মাস ধরে। যার ইতি হলো গতকাল উমাকান্ত ময়দানে। টি এফ এ পরিচালিত প্রথম ডিভিশন লিগের সমাপ্তি ঘটলো এদিন রাতের আঁধারে। চ্যাম্পিয়ন হলো প্রত্যাশিত ভাবে এগিয়ে চলো সংঘ তো রানার্স আপ ব্লাডমাউথ ক্লাব। যথারীতি হলো পুরস্কার বিতরণ। এই পুরস্কার বিতরণে আলাদা অনবদ্য এক সন্মান পেলেন টি এফ এর যুগ্ম সচিব তপন সাহা। সম্মানটা হলো সেরা ক্রীড়া সংগঠকের। এই সন্মানটা দর্শকদের তরফ থেকে দেয়া উপহার।মাঠে আসা প্রত্যেক দর্শকের মন থেকে দেয়া এই উপহার পেয়ে আবেগে আপ্লুত হলেন তপন সাহা। একজন ক্রীড়া সংগঠক হতে গেলে বিশেষ কিছু গুণের অবশ্যই সমাহার থাকতে হয় সেই ব্যক্তির মধ্যে। তপন সাহার মধ্যে ও রয়েছে এমন এক গুণ,তা হলো কোনো অহংকার কিংবা দাম্ভিকতা নেই এই লোকটার মধ্যে। নিরলস কাজ করতে বরাবরই তাকে ময়দানে দেখেছেন জনগণ।

টি এফ এর গ্রাউন্ড স্টাফদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রয়োজনের বাইরে গিয়ে ও কাজ করেছেন তপন সাহা।তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন টি এফ এর সহ সভাপতি কৃষ্ণপদ সরকার। এরা তো বটেই, টি এফ এর বাকি কয়েকজন প্রতিনিধি ও তাদের সাথে ছিলেন।তবে সিংহভাগ পরিশ্রমের জন্য কৃতিত্ব দিতে হয় অবশ্যই তপন সাহাকে। দর্শকরা এই অনুভবটা করেছেন। তাই ম্যাচ শেষে প্রেস বক্স থেকে মাইক হাতে সঞ্চালককে বলতে শোনা গেল, সেরা ক্রীড়া সংগঠকের সন্মান পাবেন তপন সাহা দর্শকদের বিচারে।এর থেকে আর কি ই বা বড় পাওনা হতে পারে। সবথেকে বড় যে বিষয়টা হলো, গোটা টুর্নামেন্ট শেষ করে উমাকান্ত ময়দানকে প্রণাম করলেন তপন সাহা।এই বিষয়টা সবার নজরে হয়তো আসেনি,কিন্তু তপন সাহা কিন্তু নীরবে নিভৃতে মাঠের প্রতি তার সন্মান ঠিকই করে গেলেন। তপন সাহার এই অক্লান্ত পরিশ্রম  আবার ও প্রমাণ করে দিলো, পদের চেয়ে কাজ বড়। এতে সন্মান আপনা আপনিই অর্জিত হয়।