স্কুল স্পোর্টস বোর্ডের সাধারণ সভায়সাড়ে চার কোটি টাকার বাজেট চূড়ান্ত
আগরতলা, Sep 14, 2023, ওয়েব ডেস্ক থেকে
স্কুল স্পোর্টস বোর্ডের সাধারণ সভায়সাড়ে চার কোটি টাকার বাজেট চূড়ান্ত।
ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ, বৃহস্পতিবার বেলা বারোটায় খেজুরবাগানস্থিত শহীদ ভগৎ সিং যুব আবাসে ক্রীড়া মন্ত্রী তথা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের চেয়ারম্যান টিংকু রায়ের পৌরহিত্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় চলতি ২০২৩-২৪ বছরের রাজ্য স্কুল স্তরের খেলাধুলার অ্যাকশন প্ল্যান ও সাড়ে চার কোটি টাকার বাজেট চূড়ান্ত করা হয়েছে। সভা শুরুতে রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের সচিব কর্তৃক বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়েছে। আলোচনান্তে সর্বসম্মতিক্রমে তা গৃহীতও হয়েছে। পেশ করা হয়েছে গত ২০২২-২৩ বর্ষের খরচের হিসেব-নিকেশ এবং প্রতিবেদনে বিগত বছরের খেলাধুলার পারফরমেন্স রিপোর্টও তুলে ধরা হয়েছে।
বিশেষ করে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে একটি রৌপ্য পদক, ৬৬ তম জাতীয় স্কুল গেমসে একটি স্বর্ণ, চারটি রৌপ্য, তিনটি ব্রোঞ্জ নিয়ে মোট আটটি পদক এবং জনজাতীয় খেল মহোৎসবে তিনটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ সহ ১১টি পদক অর্থাৎ সবমিলিয়ে চারটি স্বর্ণ, আটটি রৌপ্য ও আটটি ব্রোঞ্জ মোট ২০টিপদক বিজয়ের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ বছর জাতীয় স্কুল আসরের বিভিন্ন ইভেন্টে অধিক সংখ্যক টিম পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যস্তরের স্কুল ক্রীড়ায় অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ বয়স গ্রুপে রেকর্ড সংখ্যক ইভেন্টে খেলাধুলার পরিকল্পনাও নেওয়া হয়েছে