স্ট্যালিনের হ্যাটট্রিক, নবোদয়কে অবনমনের দিকে ঠেলে পুলিশ দলের দুর্দান্ত জয়।


newsagartala24.com Images

আগরতলা, Aug 07, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


ফের জয়ের সারণিতে প্রবেশ করেছে পুলিশ রিক্রিয়েশন ক্লাব। ষষ্ঠ ম্যাচের মাথায় তৃতীয় জয় পুলিশ আর সি-র। আজ, বুধবার ৫-১ গোলের ব্যবধানে নবোদয় সংঘকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল দুই এক গোলে এগিয়ে ছিল। পক্ষান্তরে নবোদয় সংঘের অবনমনের ফাঁড়া এখনও কাটেনি। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ঘরোয়া বি ডিভিশন লীগ ফুটবল আসরের ২১ তম ম্যাচে আজ, বুধবার পুলিশ যথেষ্ট দাপটের সঙ্গে খেলে নবোদয় সংঘকে পাঁচ এক গোলে পরাজিত করেছে। পুলিশ আরসি-র পক্ষে এটি ষষ্ঠ ম্যাচের মাথায় তৃতীয় জয়। এর আগে এন এস আর সি সি কে ৩-১ গোলে এবং বীরেন্দ্র ক্লাবকে ৩-২ গোলে পরাজিত করেছিল।

 

উমাকান্ত মিনি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় ৩০ মিনিটের মাথায় প্রীতম হোসেনের গোল দিয়ে সূচনা। ৬ মিনিট বাদে স্ট্যালিন রিয়াং আরও একটি গোল করলে ব্যবধান দুই-শূন্য হয়। তবে ৩৮ মিনিটের মাথায় নবোদয় সংঘের লালরিন থারা ডার্লং একটি গোল শোধ করে ব্যবধান কমিয়ে এক দুই করে নেয়। দ্বিতীয়ার্ধ পুরোটাই যেন পুলিশ দলের দখলে চলে যায়। ৫৩ মিনিটের মাথায় জুয়েল দেববর্মার গোল পরে ৮ মিনিটের মধ্যে স্ট্যালিন পরপর দুটি গোল করে একদিকে নিজের হ্যাটট্রিক অপরদিকে দলের পক্ষে ব্যবধান বাড়িয়ে পাঁচ এক করে নেয়। শেষ পর্যন্ত আক্রমণ প্রতি আক্রমণ ম্যাচে বিরাজ করলেও আর গোলের সন্ধান কেউ পায়নি। পুলিশ দলের পক্ষে গোল ব্যবধান ৫-১ হয়। এদিকে, নবদয়ের ছেলেরা অন্য ম্যাচগুলির মতোই দ্বিতীয়ার্ধে ক্রমশঃ ছন্দহীন হয়ে পড়ে। এ নিয়ে পরপর ছ'টি ম্যাচ খেলে নিয়েছে, তবে একটিতেও নবোদয় পরাজয় রুখতে পারেনি। এদিকে খেলায় অসদাচরনের দায়ে রেফারি বিজয়ী পুলিশ দলের রাজর্ষি চাকমা কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিপ্লব সিং, সুকান্ত দত্ত, জামাল হোসেন ও শিবজ্যোতি চক্রবর্তী