স্তন ক্যানসারের চিকিৎসায় উল্লেখযোগ্য অবদান, সেই চিকিৎসকের রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার দেহ


newsagartala24.com Images

Bhubaneswar, Aug 25, 2024, ওয়েব ডেস্ক থেকে


স্তন ক্যানসারের চিকিৎসায় দেখিয়েছিলেন পথ। রবিবার সকালে সেই চিকিৎসক তথা বৈজ্ঞানিক সন্দীপ মিশ্রর রহস্যমৃত্যু। স্তন ক্যানসারের চিকিৎসায় তাঁর অবদান ঘিরে অতীতে বিস্তর চর্চা হয়েছে বিশ্বের চিকিৎসক মহলে। রবিবার সকালে ভুবনেশ্বরের সত্যনগরে বাড়ি থেকে উদ্ধার হল ওই চিকিৎসকের দেহ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

কর্কট রোগ ও তার নিরাময় নিয়ে বিস্তর গবেষণা করেছেন তিনি। স্তন ক্যানসার চিকিৎসা লক্ষ্যে ‘আর্টেমিসিনিন’ নামে একটি ওষুধ আবিষ্কার করেছিলেন তিনি। গাছের ফুল, পাতা এবং ইস্ট্রোজেনের সঙ্গে সম্পর্কিত একটি রিসেপটর বেটা মলিকিউল থেকে এই ওষুধটি তৈরি করেন। তিনি দাবি করেছিলেন, এই ওষুধ স্তন ক্যানসারের চিকিৎসায় উল্লেখযোগ্য কাজ করে। সেই গবেষণা ব্যাপক আলোড়ন ফেলেছিল চিকিৎসক মহলে।