স্পোর্টস কাউন্সিলের ফুটবল টুর্নামেন্টে ঊনকোটির আরকেআই অপরাজিত চ্যাম্পিয়ন।


newsagartala24.com Images

আগরতলা, Jul 10, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ঊনকোটি জেলার আর কে আই প্লে সেন্টার। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল আয়োজিত আন্ত কোচিং সেন্টার ফুটবল টুর্নামেন্টে লিগভিত্তিক আসরে পরপর তিনটি ম্যাচে জয় অর্থাৎ জয়ের হ্যাট্রিক করে ঊনকোটি জেলার আর কে আই প্লে সেন্টার চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে। যুগ্মভাবে রানার্স খেতাব পেয়েছে সিপাহীজলা জেলার সোনামুড়া প্লে সেন্টার এবং পশ্চিম জেলার আস্তাবল প্লে সেন্টার। তিন দিন ব্যাপী আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট আজ শেষ হয়েছে। সোমবারে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও চার দলীয় লীগ ভিত্তিক মোট ছয়টি ম্যাচের মধ্যে চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। আজ, বুধবার শেষ দিনে অবশিষ্ট দুটি ম্যাচ সম্পন্ন হয়েছে। সকালে প্রথম খেলায় পশ্চিম জেলার আস্তাবল প্লে সেন্টার ন্যূনতম গোলের ব্যবধানে সিপাহী জেলা জেলার সোনামুড়া প্লে সেন্টারকে পরাজিত করেছে। দিনের দ্বিতীয় অর্থাৎ লীগের অন্তিম ম্যাচে ঊনকোটি জেলার আর কে আই প্লে সেন্টার ২-১ গোলের ব্যবধানে পশ্চিম জেলার আস্তাবল প্লে সেন্টারকে পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে সাঞ্জিয়া ডার্লং একাই দুটো গোল করে। আস্তাবল প্লে সেন্টারের পক্ষে একমাত্র গোলটি করে এলটি ডারলং। উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ জেলার বিলোনিয়া কোচিং সেন্টার দুই-শূন্য গোলের ব্যবধানে পশ্চিম জেলার আস্তাবল প্লে সেন্টারকে  পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে জুয়েল দেববর্মা ও গয়ার দেববর্মা দুটো গোল করে। দ্বিতীয় খেলায় ঊনকোটি জেলার আর কে আই প্লে সেন্টার দু-এক গোলের ব্যবধানে সিপাহীজলা জেলার সোনামুড়া প্লে সেন্টারকে পরাজিত করেছে। পরবর্তী ম্যাচে সিপাহীজলার সোনামুড়া ১-০ গোলে দক্ষিণ জেলার বিলোনিয়াকে পরাজিত করেছে। দিনের চতুর্থ ম্যাচে ঊনকোটি জেলার আর কে আই এক-শূন্য গোলের ব্যবধানে দক্ষিণ জেলার বিলোনিয়াকে পরাজিত করেছে। উল্লেখ্য, চারটি কোচিং সেন্টার এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল