স্বর্ণালঙ্কার সহ এক ছিনতাই বাজকে জালে তুলল পূর্ব থানার পুলিশ


newsagartala24.com Images

আগরতলা, Feb 17, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


স্বর্ণালঙ্কার সহ এক ছিনতাই বাজকে জালে তুলল পূর্ব থানার পুলিশ  সিসি টিভির ক্যামেরার ফুটেজের সূত্র ধরে ছিনতাই করা স্বর্ণালংকার সহ এক ছিনতাইবাজ কে জালে তুলল পূর্ব থানার পুলিশ ।ছিন্তাইয়ের কাজে ব্যবহৃত একটি বাইকও পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে ।ধৃত ছিনতাইবাজের নাম বিপ্রজিত সাহা ,পিতা বিষ্ণু সাহা ,বাড়ি রাজধানীর শ্যামলী বাজার এলাকায়। 

গত ২ ফেব্রুয়ারি ,১৪ ফেব্রুয়ারি এবং 16 ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব থানার অধীন যথাক্রমে অনিক ক্লাব সংলগ্ন এলাকা, কাশারি পট্টি এবং কলেজ টিলা থেকে ছিন্তাইয়ের ঘটনা ঘটে ।প্রতিটি ছিনতাইএর ঘটনাতেই ছিনতাই বাজরা ঠিক সন্ধ্যার সময়টিকে বেছে নেয় এবং বাইকে চেপে ছিনতাই করে ।এই অভিযোগ পেয়ে একটি মামলা হাতে নিয়ে টিম গঠন করে পূর্ব থানার পুলিশ তদন্ত শুরু করে ।তদন্তে নেমে স্মার্ট সিটি এবং সংশ্লিষ্ট এলাকা থেকে কিছু ব্যক্তিগত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ ।ফুটেজ দেখে পুলিশ একজনকে চিহ্নিত করতে পারে ।রবিবার সন্ধ্যারাতে তাকে বাইক সহ জালে তুলে পূর্ব থানার পুলিশ। সোমবার পূর্ব থানায় বসে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই সংবাদ জানান ।তিনি জানান ধৃত ছিনতাইবাদের নাম বিপ্রজিত সাহা ,পিতা বিষ্ণু সাহা। তার বাড়ি রাজধানীর শ্যামলী বাজার এলাকায়। তার কাছ থেকে ছিনতাই হওয়ার দুটি স্বর্ণের চেইন ও একজোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে। ধৃত অভিযুক্তকে সোমবার পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

এদিন পুলিশ আধিকারিক ডিপি রায় আরো জানান, ধৃত ছিনতাইবাজ বিপ্রজিত সাহা একটি চক্রের সাথে জড়িত। কিন্তু সে এই চক্রের অন্যান্যদের নাম বলতে চাইছে না ।তাই তাকে জিজ্ঞাসাবাদ করে সংশ্লিষ্ট চক্রটিকে জালে তোলার চেষ্টা করা হবে বলে জানান তিনি।