স্বস্তি পেলেন চন্দ্রবাবু, দক্ষতা উন্নয়ন দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন টিডিপি প্রধান


newsagartala24.com Images

Agartala, Oct 31, 2023, ওয়েব ডেস্ক থেকে


বিজওয়াড়া, ৩১ অক্টোবর : অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে স্বস্তি পেলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও টিডিপি (তেলুগু দেশম পার্টি) প্রধান এন চন্দ্রবাবু নাইডু। মঙ্গলবার চন্দ্রবাবু নাইডুকে ৪ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। দক্ষতা উন্নয়ন দুর্নীতি মামলায় চন্দ্রবাবু নাইডু এদিন অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। হাইকোর্টের আইনজীবী সুনকরা কৃষ্ণমূর্তি জানিয়েছেন, মেডিকেল গ্রাউন্ডে জামিন পেয়েছেন চন্দ্রবাবু নাইডু।

তবে, এন চন্দ্রবাবু নাইডুকে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত শর্তসাপেক্ষে জামিন দিয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এবং তাঁকে ২৪ নভেম্বর আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। ১০ নভেম্বর মূল জামিন আবেদনের ওপর যুক্তিতর্ক শুনানি হবে আদালতে। তাঁকে হাসপাতালে যাওয়া ছাড়া অন্য কোনও কর্মসূচিতে অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। চন্দ্রবাবু নাইডুকে সংবাদ মাধ্যম ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
দক্ষতা উন্নয়ন দুর্নীতি মামলায় গত ৯ সেপ্টেম্বর গ্রেফতার হন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান এন চন্দ্রবাবু নাইডু। এই কয়েকদিনে ওজন কমেছে চন্দ্রবাবুর, এমনটাই দাবি করেছে তাঁর পরিবার। শারীরিক কারণেই জামিনের আবেদন জানানো হয়েছিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে, মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করে চন্দ্রবাবু নাইডুকে ৪ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট।