হাসিনার সৌজন্য নীতিই বাছলেন ইউনূস, পুজোয় ভারতকে ৩ হাজার মেট্রিক টন ইলিশ 'উপহার' বাংলাদেশের
Dhaka, Sep 21, 2024, ওয়েব ডেস্ক থেকে
শেখ হাসিনার চালু করা সৌজন্য বিনিময় প্রথা চালু রাখল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পুজোর আগে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিল ইউনূস প্রশাসন। হাসিনা সরকার প্রতি বছর পুজোর সময় ভারতে ইলিশ পাঠানোর অনুমতি দিয়ে এসেছে। কিন্তু চলতি বছর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট একেবারেই আলাদা। হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেখানে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, যার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
মৎস্য ব্যবসায়ী সংগঠন 'ফিস ইমপোটার্স অ্যাসোসিয়েশন' অন্যান্য বছরের মতো এই বছরও ভারতে ইলিশ পাঠানোর অনুরোধ করেছিল ইউনূস প্রশাসনের কাছে। কিন্তু বাংলাদেশের মৎস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রকের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে ভারতে পুজোয় ইলিশ পাঠানো হবে না। সেই দেশের মানুষের চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। ফলে আদৌ ভারতে এই বছর দুর্গাপুজোয় পদ্মার ইলিশ ঢুকবে কি না, তা নিয়ে সংশয় ছিলই। শনিবার অবশ্য বাংলাদেশের সরকার নির্ধারিত শর্ত সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করার অনুমতি দিয়েছে।
ফলে পুজোর সময় পদ্মার ইলিশ পাতে পড়বে বাঙালিদের। উল্লেখ্য, গত বছর পুজোর আগে আড়াই হাজার মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছিল হাসিনা সরকার।
বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইউনূস প্রশাসনের ভারতকে ইলিশ দেওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের কথায়, রাষ্ট্রসঙ্ঘের সভায় বাংলাদেশের সরকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিচ্ছেন। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার মধ্যেই মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, মোদী-ইউনূস বৈঠক সম্ভবত হচ্ছে না।