হেরেও পুরো পয়েন্ট পেলো জম্পুইজলা প্লে সেন্টার।

আগরতলা, Aug 04, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023
হেরেও পুরো পয়েন্ট পেলো জম্পুইজলা প্লে সেন্টার। পাশাপাশি এগিয়ে গেলো খেতাবের দৌড়ে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত মহিলা ফুটবল লিগে। আসরের শেষ ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করতে পারলেই খেতাব জয় করে নেবে বুদ্ধ দেববর্মা-র দল। বৃহস্পতিবার কিল্লার বিরুদ্ধে ম্যাচে নূণ্যতম গোলে পরাজিত হওয়ার পরই ওই দলের ভিনরাজ্যের ৪ ফুটবলারের বিরুদ্ধে নিয়ম মাফিক অভিযোগ করেন জম্পুইজলা-র কর্তারা। তাঁদের দাবি রেজিস্ট্রেশন না করিয়েই ভিনরাজ্যের ৪ ফুটবলারকে খেলিয়েছে কিল্লা। এনিয়ে শুক্রবার সন্ধ্যায় মহিলা লিগ কমিটির সভা হয়।
ওই সভায় জম্পুইজলার অভিযোগের সত্যতা স্বীকার করা হয়। এবং জম্পুইজলাকে কিল্লা ম্যাচ থেকে পুরো পযেন্ট দেওয়া হয়। পাশাপাশি দেওয়া হয় দুই গোল। এখবর জানান মহিলা কমিটির সচিব পার্থ সারথি গুপ্ত। ফলে সুপারে ২ ম্যাচ খেলে জম্পুইজলার পয়েন্ট ৬ এবং ত্রিপুরা স্পোর্টস স্কুলের পযেন্ট ৪। এখন স্পোর্টস স্কুল এবং জম্পুইজলার ম্যাচের মধ্য দিয়েই মরশুমে কোন্ দল সেরা হবে তা নির্ধারন হবে।