১জানুয়ারি থেকে আমতলী মাঠে শুরু হচ্ছে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট


newsagartala24.com Images

আগরতলা, Dec 09, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


প্রতিবছরের মতো এবার ও ২০২৫ সালে  ১৮ সূর্যমনি নগর মন্ডলের উদ্যোগে ১ লা জানুয়ারি  থেকে শুরু হতে যাচ্ছে কমল কাপ মেগা ক্রিকেট টুর্নামেন্ট। ত্রিপুরা রাজ্যের অন্যতম এই টুর্নামেন্টটি রীতিমতো আই পি এলের মেজাজেই উপভোগ করে থাকেন ক্রিকেট প্রেমীরা। এবছর পঞ্চম বর্ষে পা দেবে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট। আমতলী স্কুল মাঠে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে গত বছরের ন্যায় এবার ও অংশগ্রহন করবে ৬৪ টি দল। সোমবার আমতলী স্কুল মাঠে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরলেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। 


এই কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টের ব্যাপক প্রভাব রয়েছে ত্রিপুরা রাজ্যে। বহিরাজ্য থেকে বহু ক্রিকেটার আসেন এই টুর্নামেন্ট খেলতে ত্রিপুরায়। এবার ও হয়তো তার ব্যতিক্রম হবে না।এন্ট্রি শুরু ১০ ডিসেম্বর থেকে। এন্ট্রি ফির শেষ তারিখ ২৮ ডিসেম্বর। পুরস্কারের বাহার ও সেরা। গাড়ি,বাইক,ট্রফি,প্রাইজমানি সব কিছু মিলিয়ে এক দারুণ টুর্নামেন্টের অপর নাম কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এবার থাকবে ব্যাপক পুরস্কার ,জানালেন খোদ বিধায়ক রামপ্রসাদ পাল।।।