১০০ জন যুবক-যুবতীদের শিল্প স্থাপনে অভিজ্ঞতা সঞ্চয়মূলক ভ্রমণ
আগরতলা, Dec 27, 2023, ওয়েব ডেস্ক থেকে 23
রাজ্যে সরকার গঠনের পর থেকে রাজ্যে শিল্প কারখানা এবং শিল্পের উন্নতির দিকে বিশেষ নজর এবং জোর দিয়েছে বর্তমান সরকার। একই সাথে রাজ্যের যুবক-যুবতীদের আত্মনির্ভর করে তোলার জন্য চালানো হচ্ছে বহু প্রচেষ্টা।ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে বুধবার হাপানিয়া মাল্টি পারপোস হলে, যুব ত্রিপুরা, নতুন ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা এই শ্লোগানে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, টি আই ডি সি র চেয়ারম্যান নবাদল বণিক, দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন ব্যাংকের আধিকারিকগণ।
এই কর্মশালায় ঊনকোটি জেলা থেকে একশত যুবক যুবতী অংশগ্রহণ করেন। বোধজং নগর শিল্প নগরীতে ১০০ জন যুবক-যুবতীদের শিল্প স্থাপনে অভিজ্ঞতা সঞ্চয়মূলক ভ্রমণ এবং উৎসাহ বর্ধক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মন্ত্রী অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বলেন, সরকারি চতুর্থ শ্রেণীর চাকরির জন্য মাস্টার ডিগ্রী যুবক-যুবতীরা লাইনে দাঁড়িয়ে যায়। সেটাকে আত্ম নির্ভরতা বলে না। আত্মসম্মানের সঙ্গে বাচাকেই আত্মনির্ভরতা বলে বলে মনে করেন মন্ত্রী টিঙ্কু রায়। আমরা সবাই ত্রিপুরাকে এবং দেশকে আত্মনির্ভর করতে চাই।