১১ জনকে ব্লেকবেল্ট ও শংসাপত্র দিলো ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে এসোসিয়েশন।


newsagartala24.com Images

আগরতলা, Feb 08, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


১১ জনকে ব্লেকবেল্ট ও শংসাপত্র দিলো ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে এসোসিয়েশন।


ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে এসোসিয়েশনের তরফে ১১ জন ক্যারাটে খেলোয়াড়কে দেয়া হলো ব্লেক বেল্ট ও শংসাপত্র।এবারই প্রথম একসাথে এতজন  ক্যারাটে খেলোয়াড়কে ব্লেক বেল্ট পরীক্ষার সুযোগ করে দিলো রাজ্য সংস্থা।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করে ছেলে মেয়ে উভয় বিভাগেই ক্যারাটে খেলোয়াড়রা। এদের মধ্যে বাছাই করা হলো ১১ জনকে। যাদের শনিবার সন্ধ্যায় ধলেশ্বর স্থিত প্রান্তিক ক্লাবে এই ব্ল্যাক বেল্ট ও শংসাপত্র তুলে দেওয়া হল। ব্লেক বেল্ট ও শংসাপত্র পেয়ে খুবই খুশি ক্যারাটে খেলোয়াড়রা। মহতী এই উদ্যোগ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সরজু চক্রবর্তী ,ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে এসোসিয়েশনের সচিব কৃষ্ণ সূত্রধর প্রমুখরা।