১৪ তম ফেডারেশন কাপ বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছেন রাজ্যদলের দুজন খেলোয়াড়।


newsagartala24.com Images

আগরতলা, Feb 17, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


১৪ তম ফেডারেশন কাপ বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছেন রাজ্যদলের দুজন খেলোয়াড়।  ১৪ তম ফেডারেশন কাপ বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ হবে এবার লখনৌতে ।আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি চলবে এই আসর। এই আসরে রাজ্যদলের হয়ে প্রতিনিধিত্ব করবেন মহিলা বিভাগে রিতা নাগ এবং পুরুষ বিভাগে রাহুল সাহা।

টিম ম্যানেজার হিসেবে রয়েছেন প্রিয়াঙ্কা দেবনাথ। রাজ্যদলের দুজন খেলোয়াড় সহ ম্যানেজারের জার্সি স্পন্সর করলো বব ফিটনেস জিম সেন্টার।রবিবার সাংবাদিক বৈঠক করে ত্রিপুরা বডি বিল্ডারস এন্ড ফিটনেস সংস্থার সভাপতি তনয় দাস এই খবর জানালেন সকলকে।