১৫ ক্রিকেটে জয় অব্যাহত প্রগতি প্লে সেন্টারের


newsagartala24.com Images

আগরতলা, Feb 09, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


১৫ ক্রিকেটে জয় অব্যাহত প্রগতি প্লে সেন্টারের।।।।।সদর অনুর্ধ ১৫ ক্রিকেটে জয়ের ধারা অব্যাহত প্রগতি প্লে সেন্টারের। রবিবার পশ্চিম নোয়াবাদী হাই স্কুল মাঠে টিসিএ পরিচালিত এই আসরে প্রগতি প্লে সেন্টার মুখোমুখি হয় কর্নেল কোচিং সেন্টারের। ম্যাচে প্রগতি  শিবির ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো কর্নেল কোচিং সেন্টারকে। প্রথমে ব্যাট করে কর্নেল দল ৪২.১ ওভারে ১০ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১২০ রান।

পাল্টা খেলতে নেমে প্রগতি দল ২৪.২ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নিলো।বিজয়ী দলের পক্ষে শ্রেষ্ঠাংশু দেব সর্বাধিক ৬৩ রান করে। প্রগতি প্লে সেন্টারের কোচ নয়ন মনি দেববর্মা শ্রেষ্ঠাংশুর এই পারফরম্যান্সে খুশী হয়ে তাকে একটি টুপি উপহার স্বরূপ দিলেন।